ঢাকা, সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
নালিতাবাড়ীতে রচনা ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা রেঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি
পলাশবাড়ী মহিলা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মোঃ শাহজালাল
কলাপাড়ায় নৌবাহিনীর ৪৬৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
নওগাঁ জেলা পুলিশ কর্তৃক ৬২টি হারানো মোবাইল উদ্ধার
রূপসায় বিএনপি নেতার চাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন
গোবিন্দগঞ্জে ৪’শ জন উপকারভোগীর মাঝে সবজি বীজ বিতরণ
কালীগঞ্জে ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী
অবিলম্বে প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ’র মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: এ্যাব নেতৃবৃন্দ
নালিতাবাড়ীর ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোরেলগঞ্জে ৩ দিন ব্যাপি ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
মিরপুরে ’টিএজি’ সদস্যদের মাঝে ক্যাপ বিতরণ করলেন ডিসি
আমতলীতে ভূমি মেলা অনুষ্ঠিত
আমতলীতে স্কুল শিক্ষকের উপর হামলা গাড়ি ভাঙচুর

বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকে’র নির্বাচনী পথসভা

রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
শনিবার বিকেলে বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচি প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর রহমান এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক এর প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, এবারের নির্বাচনের মধ্যে দিয়ে বাগমারা থেকে সন্ত্রাসীদের উৎখাত করা হব। দুষ্টশক্তির কবর রচনা করা হবে।

বাগমারার সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। মানুষ বুঝে গেছে বাগমারাবাসীর জন্য কে উপযুক্ত। যারা সারাজীবন নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করছে তারাই এবার নৌকায় ভর করেছে।

নৌকা পেলেই জয়লাভ করা যাবে না। নৌকার মাঝি প্রয়োজন। বাগমারার সাধারণ মানুষ যারতার হাতে ক্ষমতা তুলে দেবে না। ভোটের মাঠে জনগণের সাথে মতবিনিময় করুন। হুমকি দিয়ে লাভ নেই। ভোট করে জয়লাভ করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, কাঁচি প্রতীক বাগমারার উন্নয়নের প্রতীক। এই প্রতীকের বিজয় নিশ্চিত। ভোটের দিন সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে কাঁচি প্রতীকে ভোট দিবেন।

বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, সদস্য হাচেন আলী, জয়নাল আবেদিন, জহুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আলী, নাজমুল হক মুন্টু, আব্দুর রহিম, আক্কাস আলী, জাবেদ আলী, যুবলীগ নেতা সেজানুর রহমান সেজান, আব্দুল আজিজ লিটন, সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ নেতা নাইম ইসলাম, আব্দুর রউফ প্রমুখ।

গণসংযোগ কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সেই সাথে বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন।

শেয়ার করুনঃ