
নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই যুবককে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই কারবারি আটক হয়েছে ঈদগাঁ থানা পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে মহাসড়কস্থ ঈদগাঁও গরু বাজার এলাকায় অভিযান পরিচালনা তাদের আটক করতে সক্ষম হন পুলিশ।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানার নবাগত ওসি শুভ রঞ্জন চাকমার নির্দেশে এস আই মো. নোমান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যাক্তিকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত মাদক কারবারিরা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপির মৃত আবদুল মালেকের ছেলে নেজাম উদ্দিন (২৫), অপরজন একই উপজেলার মো: রফিলের ছেলে মো: জাকারিয়া (১৯)।
ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ছয় হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।