ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

শেখ হাসিনা সকল মানুষের অধিকার নিশ্চিত করেছে: অধ্যক্ষ মহিব্বুর রহমান

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কলাপাড়া-রাঙ্গাবালী, মহিপুর-কুয়াকাটার মানুষকে ভালোবাসেন। বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাকেও এই সমুদ্র উপকূলের মানুষ ভালোবাসেন। এজন্য তিনি কলাপাড়া কুয়াকাটায় ব্যাপক উন্নয়ন করেছে। ঢাকা থেকে কুয়াকাটায় আসতে ১৪-১৫ ঘন্টা সময় লাগতো। সেখানে এখন মাত্র ৫ ঘন্টা সময় লাগে কুয়াকাটা আসতে। শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল সেতু, মহিপুর থানা, কুয়াকাটা সামেরিন ল্যান্ডিং ষ্টেশন এবং সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণের মাধ্যমে সারা দেশের সাথে যোগাযোগের সেতুবন্ধন তৈরী হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৭ কোটি মানুষের নেত্রী। তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করে যাচ্ছেন। কুয়াকাটা থেকে সমগ্র বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পরিনত করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পায়রা বন্দর, কুয়াকাটা, সোনার চর, তালতলী, পাথরঘাটাকে নিয়ে ইকো ট্যুরিজম জোন করার মহা পরিকল্পনা নেয়া হয়েছে। শীঘ্রই তা সম্পন্ন হবে। মাস্টারপ্লান বাস্তবায়ন হলে পায়রা বন্দর কুয়াকাটা হবে বাংলাদেশের প্রতিচ্ছবি।

অধ্যক্ষ মহিব্বুর রহমান আরো বলেন, গত পাঁচ বছরে দলমত নির্বিশেষে আমি আপনাদের সেবা করেছি। করোনা মহামারী ও দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। আমি এমপি থাকাকালীন কলাপাড়া কুয়াকাটায় ভূমিদস্যুতা, দখল, শালিস বানিজ্য, কোন সেন্টিগেট ছিল না। ছিল না কোন সন্ত্রাসী বাহিনী। মানুষ নিরাপদে ব্যবসা বানিজ্যসহ শান্তিতে বসবাস করতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকই একমাত্র প্রতীক। এর বাইরে আর কোন মার্কা নেই। যারা আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তারা আওয়ামী লীগের কেউ নেই। নৌকার বিপক্ষে গিয়ে যারা ষড়যন্ত্র করছে নৌকা ডোবাতে, নির্বাচনের পর তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিবেন।মহিপুর হাইস্কুল মাঠে আয়োজিত পথসভায় খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সভাস্থলে পৌছায়।
পটুয়াখালীর মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক আকনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃমোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জরুল আলম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক ড: এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, ডঃ নাইমা কবির, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার প্রমুখ। পথসভায় উপজেলা আওয়ামী লীগ,স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

শেয়ার করুনঃ