ঢাকা, রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজাপুরে ৩৫ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
বকশীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে সচেতনতামূলক সভা
নওগাঁয় গণঅভ্যুত্থানে ৮ শহীদ পরিবার সদস্যদের ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান
রূপসায় জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী পালিত
ক্যান্সার আক্রান্ত স্বামী ভারতের কারাগারে, দুই সন্তান নিয়ে অনাহারে দিনকাটে চন্দ্রভানুর
বোদায় করতোয়া নদীর পাড় থেকে বাদশা মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার
নওগাঁয় সেনাবাহীনির একদিনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
রাজস্থলীতে সেনা অভিযানে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ।
ঘোড়াঘাটে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন শুরু
ঘোড়াঘাটে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা’র উদ্বোধন
ভূমি সেবায় ডিজিটাল ছোঁয়া, হোমনায় ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
আত্রাইয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন (ইউএনও) কামাল হোসেন
নান্দাইলে ভূমি মেলা সপ্তাহের শুভ উদ্বোধন
সারাদেশে ভূমি সেবার অংশ হিসেবে জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
দশানী নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

ক্যান্টনমেন্ট এলাকায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ক্যান্টনমেন্ট এলাকায় বহুতলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে

রাজধানীর ক্যান্টনমেন্টের শহীদ মোস্তফা কামাল লাইনে বহুতলা নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে দানু মিয়া (৪০ বছর) বয়সী এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল (৪০) ও বিশু (৩০) বছর বয়সী আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দানু মিয়াকে দুপুর একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাদেরকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মনিকো ডেভেলপার কোম্পানির ইঞ্জিনিয়ার রিপন জানান,ক্যান্টনমেন্টের শহীদ মোস্তফা কামাল লাইনের ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনের কাজ চলার সময়, চথুর্ততলার বাহিরের সাইটে মাচায় দারিয়ে প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতা বসত তিনজন নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক দানু মিয়াকে মৃত বলে জানান। বাবুল ও বিশু দুই শ্রমিক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, আহত ও নিহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায়। নিহত দানুমিয়া ভাষানটেক বেনারসি পল্লী এলাকায় থাকতেন । তার বাবার নাম শামসুদ্দিন মিয়া।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ