ঢাকা, রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে ভূমি মেলা অনুষ্ঠিত
আমতলীতে স্কুল শিক্ষকের উপর হামলা গাড়ি ভাঙচুর
পল্টনে হারিয়ে যাওয়া ৩৯ মোবাইলফোন মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় কোস্ট গার্ডের মৎস্য সংরক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম
খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় আসাদুজ্জামান মিয়ার ভাগ্নে কলমকে গ্রেফতার দেখানোর আদেশ
বেতাগীতে ভূমি সেবা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি
ঝালকাঠিতে আদালতের কাঠগড়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন আত্মহননের চেষ্টা
পাঁচবিবিতে আ-লীগ চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
তানোরে বড় ভাইয়ের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে ছোট ভাই
গাইবান্ধায় তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
বগুড়ায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার” সমাবেশ অনুষ্ঠিত
রাজাপুরে ৩৫ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
বকশীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে সচেতনতামূলক সভা
নওগাঁয় গণঅভ্যুত্থানে ৮ শহীদ পরিবার সদস্যদের ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথানাশক ট্যাবলেট

দামে কম ও সহজলভ্য হওয়ায় হেরোইন ও ইয়াবার বিকল্প ব্যাথানাশক ট্যাবলেট মাদকসেবিদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ধরাছোঁয়ার বাইরে থেকে ঔষধের দোকানগুলো ব্যবস্থাপত্র ছাড়াই অবাধে বিক্রি করছে ব্যাথানাশক ট্যাবলেট।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌরশহর ও ইউনিয়নের বেশ কিছুঔষধের দোকানসহ ভ্রাম্যমান মাদক বিক্রেতারা এই ট্যাবলেট বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। অন্য মাদকের চেয়ে সহজলভ্য এবং দামে কম হওয়ায় মাদকসেবীদের কাছে এই মাদকের চাহিদা দিন দিন বেড়েই চলছে। কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে বেশি লাভের আশায় কয়েকগুন বেশি দামে এ সব ঔষধ বিক্রি করছে মাদক সেবিদের কাছে। আর মাদকসেবিরা মাদকের টাকা জোগান দিতে জড়িয়ে পড়ছে নানাবিধ অপরাধমূলক র্কমকাণ্ডে।
অনুসন্ধানে জানা যায়, ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকসেবীদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই ট্যাবলেটের খুচরা মূল্য ১০-১২ টাকার মধ্যে হলেও এখন প্রতিটি ট্যাবলেট ৭০-৮০ টাকা। এমনকি ১০০ থেকে দেড়শ’ টাকা দামে বাজারে বিক্রি হচ্ছে। পাশাপাশি হেরোইন ও ইয়াবার দাম অনেক গুন বেশী
হওয়ায় এ জাতীয় ট্যাবলেট ব্যবহার করে বলে মাদকসেবীরা জানায়।
এদিকে চিকি সকদের প্রেসক্রিপশনেও তেমনভাবে এই জাতীয় ট্যাবলেটের নাম লেখা হয় না। প্রেসক্রিপশন ছাড়াই র্দীঘদিন ধরে বিক্রি হচ্ছে এই ট্যাবলেট ।এ কারণে বাংলাদেশ সরকার এই ট্যাবলেট নিষিদ্ধ করেছে।বাংলাদেশ সরকার এই ট্যাবলেট নিষিদ্ধ করার কারনে ভারত থেকে
চোরাইপথে দেদারছে পাচার করে আনা হচ্ছে এই ট্যাবলেট।

নাম প্রকাশ না করার র্শতে এক মাদকসেবী জানায়, ইয়াবা/ হেরোইনের বিকল্প হিসেবে তারা টাপেন্টাডল,
লোপেন্টাডল জাতীয় ঔষধ গুড়ো করে ইয়াবা/হেরোইনের মতো পুডি়য়ে সেবন করে। দামে কম, সহজলভ্য ও একই রকমের নেশা হয় বলে তারা এ সব ব্যবহার করে। ওই মাদকসেবী আরও জানায়, এ্যান্টি হিস্টামিনিক সিরাপ ও ফেনারগ্যান জাতীয় সিরাপ এবং ভিটামিন এর সাথে এ সব ট্যাবলেট গুড়ো করে মিশিয়ে তারা ফেন্সিডিল এর বিকল্প হিসেবেও ব্যবহার করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাঃ মোঃ তৌহিদুলআনোয়ার জানান, টাপেন্টাডল হাইড্রোক্লোরাইড মূলত ব্যাথার চিকি সায়ব্যবহার করা হয়। বেশি দিন ব্যবহার করলে এটির প্রতি হেরোইন এর মতো আসক্তি তৈরী হয়। এটি নেশা হিসেবে ব্যবহার করলে কিডনি ড্যামেজ, লিভার
ড্যামেজ, ব্রেন স্ট্রোক এমনকি র্হাট এটাকে মৃত্যুহবার সম্ভাবনা রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আসাদুজ্জামান আসাদ বলেন, এলাকার বেশ কিছুঔষধের দোকানের উপর নজরদারি করা হচ্ছে।এর আগেও ঔষধের দোকানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ প্রায়ই ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক
বিক্রেতা ও সেবনকারিদের গ্রেফতার করছে। পুলিশের এই অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুনঃ