ঢাকা, রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরপুরে ’টিএজি’ সদস্যদের মাঝে ক্যাপ বিতরণ করলেন ডিসি
আমতলীতে ভূমি মেলা অনুষ্ঠিত
আমতলীতে স্কুল শিক্ষকের উপর হামলা গাড়ি ভাঙচুর
পল্টনে হারিয়ে যাওয়া ৩৯ মোবাইলফোন মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় কোস্ট গার্ডের মৎস্য সংরক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম
খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় আসাদুজ্জামান মিয়ার ভাগ্নে কলমকে গ্রেফতার দেখানোর আদেশ
বেতাগীতে ভূমি সেবা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি
ঝালকাঠিতে আদালতের কাঠগড়ায় গায়ে কেরোসিন ঢেলে আগুন আত্মহননের চেষ্টা
পাঁচবিবিতে আ-লীগ চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
তানোরে বড় ভাইয়ের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে ছোট ভাই
গাইবান্ধায় তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
বগুড়ায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার” সমাবেশ অনুষ্ঠিত
রাজাপুরে ৩৫ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
বকশীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে সচেতনতামূলক সভা

নান্দাইলে নৌকার মিছিলে পিস্তল সাদৃশ্য অস্ত্র প্রদর্শনকারী ভাইরাল যুবক আটক

ময়মনসিংহের নান্দাইলে নৌকার মিছিলে পিস্তল সাদৃশ্য
দুই অস্ত্র প্রর্দশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে আতংক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম তদন্ত করে ওই দুটি অস্ত্র সহ মিছিলের নেতৃত্বদানকারী ওয়াহিদুজ্জামান তানভীরকে আটক করে থানা পুলিশ। তবে মিছিলে অংশগ্রনকারী ওই যুবক বা সহযোগীরা আওয়ামীলীগ বা অঙ্গসংগঠনের কেউ নয় বলে দাবী করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান। নান্দাইল মডেল থানা সূত্রে জানাগেছে, গত বুধবার রাত ৮টার দিকে তানভীরের নেতৃত্বে ৩০/৪০ জনের সম্বলিত একটি নৌকার মিছিল চন্ডিপাশা ইউনিয়নের কুল ধুরুয়া থেকে শুরু করে চামারুল্লাহ বাজার হয়ে ধুরুয়া আনন্দ বাজারে নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়। এসময় উক্ত মিছিলে ওয়াহিদুজ্জামানের তানভীরের নিকটআত্মীয় শাহ আলম নামে এক যুবক দুই হাতে দুটি অস্ত্র উচিয়ে নৌকার স্লোগান দিয়ে স্থানীয় নির্বাচনী ক্যাম্পে ঢুকে।প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মিছিলে অংশ গ্রহন করায় এলাকার জনমনে আতংক সৃষ্টি হয় এবং এরই একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টি গোচর হলে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নেতৃত্বে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুলধুরুয়া নিজ বাড়ি থেকে ওয়াহিদুজ্জামান তানভীরকে গ্রেফতার করে। পরে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে তানভীরের বাড়ির পুকুর পাড় থেকে পিস্তল সাদৃশ্য দুটি অস্ত্র উদ্ধার করা হয়। কিন্তু মিছিলে অস্ত্র প্রদর্শনকারী নুরে আলম পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে স্থানীয় মিডিয়াকর্মীদের অবহিত করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া জানান, এ দুটি অস্ত্র ওয়াহিদুজ্জামান তানভীর নিজের বলে দাবী করেন। এছাড়া শাহ আলম নামে ওই যুবককেও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ