ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

চট্টগ্রাম দক্ষিণ জেলায় বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচি পালন

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের নির্দেশনায় জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি: আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, হুমায়ুন কবির আনসার ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিলের নেতৃত্বে টেরি বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল: সভাপতি মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম, হাসান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল ও আনোয়ারা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বাহাদুর ও জেলা যুবদলের সহসম্পাদক ইসমাইল মেম্বারের নেতৃত্বে ষোলশহর ২নং গেইট এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

দক্ষিণ জেলা ছাত্রদল : সদস্য সচিব কামরুদ্দিন সবুজ ও যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খাঁন রিপনের নেতৃত্বে কর্ণফুলী উপজেলায় বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

সাতকানিয়া: উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল গাফফার চৌধুরী, নুরুল কবির ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাবেক ছাত্রদল নেতা রমজান আলী পিংকু, যুবদল নেতা মোঃ নাছির, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ ও যুগ্ম আহ্বায়ক শোয়েবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আমিলাইশ, কাঞ্চনা ও সোনাকানিয়া ইউনিয়নে, উপজেলা যুবদলের আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সাতকানিয়া কেরানিহাট গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

লোহাগাড়া : উপজেলা বিএনপি নেতা নুরুল আমিনের নেতৃত্বে আমিরাবাদ ইউনিয়ন এলাকায়, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেদুল হকের নেতৃত্বে লোহাগাড়ায়, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে লোহাগড়া চুনতি বাজারে, যুবদল নেতা ইসফাক উদ্দীন চৌধুরী ইভু, জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলামের নেতৃত্বে বটতলী বাস স্টেশনে লিফলেট বিতরণ করা হয়েছে।

উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা : বিএনপি নেতা আবুল হোসেনের নেতৃত্বে বাজালিয়া, ধর্মপুর ও কালিয়াইশ ইউনিয়নে, যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দীন রাজীব, যুগ্ম আহ্বায়ক আবদু সাত্তারের নেতৃত্বে কেরানি হাটে লিফলেট বিতরণ করা হয়েছে।

আনোয়ারা : উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ৩নং রায়পুর মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন বি,এন,পি, যুবদল, হোসেন বাঁশি, যুবদল নেতা মোহাম্মদ ফারুকের নেতৃত্বে ৩নং রায়পুর ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

চন্দনাইশ : উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইখতিয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে গনসংযোগ ও লিফলেট বিতরন করা হয়।

শেয়ার করুনঃ