ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

গুইমারায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালার আয়োজন

নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসাররা অংশ নেয়।

সহকারী রিটার্নিং অফিসার ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮নং খাগড়াছড়ি আসনের রিটার্নিং অফিসার মো: সহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মুক্তা ধর,খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল আলম।

কর্মশালায় রামগড় সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন,গুইমারা থানার ওসি মুহাম্মদ আরিফুল আমিন,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ স্থানীয় গন্যমান্যরা এতে অংশ নেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ১৫জন প্রিজাইডিং অফিসার, ৮৭জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭৩জন পোলিং অফিসার অংশগ্রহণ করেছেন। এছাড়াও গুইমারা উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি। মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৬শত ৫২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৬শত ৪১জন এবং মহিলা ভোটার ১৭ হাজার ১১জন।

প্রশাসন সূত্রে জানায়, গুইমারায় ১৩টি ভোট কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৭৯টি। উপজেলায় সকল ভোট কেন্দ্রে সড়ক পথে যোগাযোগ বিদ্যমান রয়েছে। তবে বিদ্যুৎবিহীন ভোট কেন্দ্রের সংখ্যা ৩টি। বিদ্যুৎ এর ব্যবস্থা না থাকলেও সেখানে রয়েছে সৌরবিদ্যুৎ। ভোট কেন্দ্র গুলোতে মোবাইল নেটওয়ার্ক দূর্বল বলেও জানা যায়।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, নিষ্ঠার সাথে সুষ্ঠ-সুন্দর পরিবেশ বজায় রাখার মধ্য দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। এ জন্য নিজের উপর অর্পিত দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শুধু তাই নয় আমরা যথাযথ ভাবে আমাদের দায়িত্ব পালনে অঙ্গিকার করার পাশাপাশি নিজেদের সকল বির্তকের বাহিরে রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রস্তুত আছে। শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ প্রশাসনিক সকল সার্পোট থাকবে পুলিশের পক্ষ থেকে। তাই নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক ভূমিকা পালনে পুলিশ বদ্ধপরিকর বলে তিনি জানান।

শেয়ার করুনঃ