ঢাকা, শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া
নিকির নতুন আইটেম গান, ‘চোখের জলে কথা কয়’
নতুন ঘর পেয়ে খুশি নাজিরপুরের মোয়াজ্জেম মিয়া
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৬
কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব
গণ-অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যে ২৪ রাজনীতিবিদ
কাঁঠালিয়ায় শিক্ষার্থীকে জুতা দিয়ে মারধর: প্রধান শিক্ষককের বিচারের দাবিতে মানববন্ধন
রায়পুর পৌর শহরে ডাকাতিয়া নদীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কোম্পানীগঞ্জে একরাতে ২ বাড়িতে ডাকাতি
রূপসায় পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হাতুড়ি দিয়ে পিটিয়ে চালক হত্যা: সিএনজি ছিনতাই,গ্রেফতার ৫
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি:গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
কথা কাটাকাটি জেরে রংমিস্ত্রি শাহীন হত্যা:বিদেশি রিভালভার ও ১৭ রাউন্ড গুলিসহ শুটার মেহেদি গ্রেফতার
পথচারী ও সাইকেল বান্ধব সড়কের দাবিতে তরুণদের পদযাত্রা
কাউখালীতে ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

চট্টগ্রামে ফুলের হাসি ফাউন্ডেশন’র উদ্যোগে শীতার্থদের মাঝে ২য় ধাপে শীতবস্ত্র বিতরণ

আজ ২৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দুঃস্থ অসহায় শীতার্থদের মাঝে ২য় বারের মত শীতবস্ত্র বিতরন করলেন ‘ফুলেরহাসি ফাউন্ডেশন চট্টগ্রাম’।
২৩ ডিসেম্বর’২৩ ইং শনিবার চট্টগ্রাম নগরীর গোয়াল পাড়া তুলাতলি বস্তিতে অসহায়-এতিমদের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা, লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক তরুণ সংগঠক ফ্যাশন সাংবাদিক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক মহিবুল কাদের চৌধুরী, সমাজ সেবক আরিফুল্লা চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফুলের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ কামাল, অপারেজয় বাংলাদেশের চট্টগ্রাম নির্বাহী জিনাত আরা বেগম, সহঃ অর্থ সম্পাদক রুবেল, সাংগঠনিক সম্পাদক আফরোজা সুলতানা পুর্নিমা, সদস্য কামরুল আহসান, শারমিন, সাংবাদিক ইলিয়াস রিপন, মোহাম্মদ শুক্কুর, টুটুল, ফয়সাল, মুন প্রমুখঃ।
প্রধান অতিথি রবি চৌধুরী বিশ্ব নন্দিত সংগীত শিল্পী মান্না দে,র কথা স্মরন করিয়ে দিয়ে বলেন, “মানুষ-মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” সমাজে যারা স্বচ্ছল, দুঃস্থ অসহায়দের সহায়তায় তাদের এগিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সমাজে এত বিত্তশালী থাকতে এখনো বিপর্যস্ত মানবতা রাস্তায় রাস্তায় ঢুঁকরে কাঁদে। আজও মানবতার বড় অভাব। এ মানবতার অভাবেই তৈরী হয় আত্মকেন্দ্রিক মনোভাব। এই পৃথিবীকে রক্ষা করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানবতা।
যেখানে মানবতা নাই সেখানে মনুষ্যত্ব নাই, বিবেক নাই, ধর্ম নেই। মানবতার ঘাটতি দেখা দিলে সমাজের সর্বক্ষেত্রে মুলত অবক্ষয় দেখা দেবেই। এই মানবতার আলো ছড়ানোর জন্য ও মনুষ্যত্বের বাতি জ্বালাবার জন্য তিনি ফুলের হাসি ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান।
রবি চৌধুরী আরো বলেন, প্রতিটি সার্মথবান ও সচ্ছল মানুষ যদি একটি করে কম্বল বিতরণ করেন ও মানবিক হয়ে সবাইকে সচেতন করেন তাহলে এ সমাজে কেউ গরীব থাকবে না। তিনি আগামীতে ফুলের হাসি ফাউন্ডেশনের পাশে থেকে মানবতার জন্য কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সভাপতি মোঃ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন এই সমাজে আমাদের মানবিক হতেই হবে, যার যতটুকু সাধ্য আছে তা নিয়েই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। আমাদের বিশ্নববী হযরত মোহাম্মদ (সাঃ) মানব সেবার জন্য আরবের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল সংগঠন। তিনি দরিদ্র ও দুঃস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে। মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন চূড়ান্ত পর্যায়ে। মুলত আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য ছিল একে অপরের সেবা করার।

বিপদে-আপদে একে অন্যের পাশে থেকে সহযোগিতার হাতকে সম্প্রসারিত করার জন্য। তিনি ফুলের হাসি ফাউন্ডেশন কর্তৃক পুরো শীতব্যাপী বিভিন্ন ধাপে আরো অনেক দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসুচীকে স্বাগত জানান এবং আগামীতেও সকল মানবিক কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুনঃ