ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

দুমকি উপজেলায় নির্মাণের ৬ মাসের মধ্যেই ভেঙে যায় এলজিইডির পাকা সড়ক

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় র্নিমাণের ৬ মাসের মধ্যেই ভেঙে যায় এলজিইডির পাকা সড়ক। আস্তে আস্তে ভাঙন তীব্রতা বেড়ে চলছে। সংস্কার করলেও নেয়া হয়নি কোন টেকসই মেরামতের উদ্যোগ।যাতে করে আতঙ্কে রয়েছে দক্ষিণ পাঙ্গাশিয়া বাসী। তাই দ্রুত র্কাযকরী ব্যবস্থা না নেয়া হলে পুরোটা ভেঙে বিচ্ছিন্ন হতে পারে ওই এলাকার জনযোগাযোগ। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষক কৃষানী পরিবার।সরেজমিন ঘুরে দেখা যায় পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পশ্চিমপাড় নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্তত ১০০ মিটার পাকা সড়ক প্রায় র্অধেকাংশ নদীতে ভেঙে পড়ে এক
বছর র্পূবে। এখন বাকি র্অধেকাংশেও ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে পাইলিং বা সার্পোটিং না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে র্নিমিত নতুন সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙে পড়ছে। তবে বছর পাড় হলেও এখনো কোন টিকসই মেরামতের উদ্যোগ নেয়নি র্কতৃপক্ষ। স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইউসুফ খান জানান, ঠিকাদার যেনতেনভাবে তড়িঘড়ি রাস্তার র্কাপেটিং কাজ শেষ করলেও অনেক কাজ ফেলে রেখেছে।
নিম্নমানের র্নিমাণ সামগ্রী ব্যবহার, যথাযথ পরিমাপ ঠিক না রাখাসহ নানা অনিয়মের আশ্রয় নেওয়ায় কাজের গুণগতমান ঠিক হয়নি। নদীর তীরে ঝুঁকির্পূণ স্থানে পাইল-সার্পোট না থাকায় জোয়ারের স্রোতে নিচের মাটি সরে যাওয়ায় সড়ক ভেঙে যাচ্ছে। ভেঙে একবার পানি ঢুকলে বসতঃঘর তলিয়ে
যাওয়াসহ কৃষকদের র্সবনাশ হবে। পাঙ্গাশিয়া তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, নদীতে ভেঙে পড়া রাস্তা দিয়ে স্কুলের বেশির ভাগ ছাত্র-ছাত্রীদের নিয়মিত আসতে যেতে হয়। আমাদের এসব শিশু শির্ক্ষাথীদের নিয়ে চরম দুশ্চিন্তায় থাকি।

সড়ক যোগাযোগ রক্ষায় ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন র্বোডকে ত্বরিত ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। আশাকরি তারা যত দ্রুত সম্ভব মেরামত কাজ শুরু করবেন। উপজেলা প্রকৌশলী মো. সাদ জগলুল ফারুক বলেন, এটি পানি উন্নয়ন র্বোডে’র রাস্তা ভাঙন ঠেকাতে তারা হয়তো কোন ব্যবস্থা নিবেন এবং যেহেতু আমরা পাকাকরণ করেছি তাই সড়ক মেরামত করার লক্ষে সামনে মেইনটেন্যান্স প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া হবে ।

শেয়ার করুনঃ