ঢাকা, শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আ’লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
নলছিটিতে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ, এলাকায় উত্তেজনা
বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কলাপাড়ায় শ্রমিকদলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড
জীবননগরে পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
সচেতন শিশুরাই পারবে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে: চসিক মেয়র ডা.শাহাদাত
ঝিনাইগাতীতে বন্যহাতীর আক্রমণে নিহত পরিবারের পাশে বিএনপি নেতা এ্যাডঃ এরশাদ আলম জর্জ
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে তালা,অতঃপর গভীর রাতে দোকানে চুরির নাটক
অর্থ আত্নসাতের অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মাউসির কারণ দর্শানোর নোটিশ
আত্রাইয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আ’লীগের ২ নেতা গ্রেফতার
লোভনীয় বিজ্ঞাপনে ঔষধসহ নকল পণ্য বিক্রি:বিপুল নকল পণ্যসহ প্রতারক গ্রেফতার
তানোরে কয়েকদিনের বৃষ্টিতে যৌবনে ফিরছে বিলকুমারী, জেলেদের মুখে খুশির ঝিলিক

দুমকি উপজেলায় নির্মাণের ৬ মাসের মধ্যেই ভেঙে যায় এলজিইডির পাকা সড়ক

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় র্নিমাণের ৬ মাসের মধ্যেই ভেঙে যায় এলজিইডির পাকা সড়ক। আস্তে আস্তে ভাঙন তীব্রতা বেড়ে চলছে। সংস্কার করলেও নেয়া হয়নি কোন টেকসই মেরামতের উদ্যোগ।যাতে করে আতঙ্কে রয়েছে দক্ষিণ পাঙ্গাশিয়া বাসী। তাই দ্রুত র্কাযকরী ব্যবস্থা না নেয়া হলে পুরোটা ভেঙে বিচ্ছিন্ন হতে পারে ওই এলাকার জনযোগাযোগ। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষক কৃষানী পরিবার।সরেজমিন ঘুরে দেখা যায় পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পশ্চিমপাড় নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্তত ১০০ মিটার পাকা সড়ক প্রায় র্অধেকাংশ নদীতে ভেঙে পড়ে এক
বছর র্পূবে। এখন বাকি র্অধেকাংশেও ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে পাইলিং বা সার্পোটিং না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে র্নিমিত নতুন সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙে পড়ছে। তবে বছর পাড় হলেও এখনো কোন টিকসই মেরামতের উদ্যোগ নেয়নি র্কতৃপক্ষ। স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ইউসুফ খান জানান, ঠিকাদার যেনতেনভাবে তড়িঘড়ি রাস্তার র্কাপেটিং কাজ শেষ করলেও অনেক কাজ ফেলে রেখেছে।
নিম্নমানের র্নিমাণ সামগ্রী ব্যবহার, যথাযথ পরিমাপ ঠিক না রাখাসহ নানা অনিয়মের আশ্রয় নেওয়ায় কাজের গুণগতমান ঠিক হয়নি। নদীর তীরে ঝুঁকির্পূণ স্থানে পাইল-সার্পোট না থাকায় জোয়ারের স্রোতে নিচের মাটি সরে যাওয়ায় সড়ক ভেঙে যাচ্ছে। ভেঙে একবার পানি ঢুকলে বসতঃঘর তলিয়ে
যাওয়াসহ কৃষকদের র্সবনাশ হবে। পাঙ্গাশিয়া তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, নদীতে ভেঙে পড়া রাস্তা দিয়ে স্কুলের বেশির ভাগ ছাত্র-ছাত্রীদের নিয়মিত আসতে যেতে হয়। আমাদের এসব শিশু শির্ক্ষাথীদের নিয়ে চরম দুশ্চিন্তায় থাকি।

সড়ক যোগাযোগ রক্ষায় ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন র্বোডকে ত্বরিত ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। আশাকরি তারা যত দ্রুত সম্ভব মেরামত কাজ শুরু করবেন। উপজেলা প্রকৌশলী মো. সাদ জগলুল ফারুক বলেন, এটি পানি উন্নয়ন র্বোডে’র রাস্তা ভাঙন ঠেকাতে তারা হয়তো কোন ব্যবস্থা নিবেন এবং যেহেতু আমরা পাকাকরণ করেছি তাই সড়ক মেরামত করার লক্ষে সামনে মেইনটেন্যান্স প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া হবে ।

শেয়ার করুনঃ