ঢাকা, শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নলছিটিতে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ, এলাকায় উত্তেজনা
বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কলাপাড়ায় শ্রমিকদলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড
জীবননগরে পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
সচেতন শিশুরাই পারবে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে: চসিক মেয়র ডা.শাহাদাত
ঝিনাইগাতীতে বন্যহাতীর আক্রমণে নিহত পরিবারের পাশে বিএনপি নেতা এ্যাডঃ এরশাদ আলম জর্জ
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে তালা,অতঃপর গভীর রাতে দোকানে চুরির নাটক
অর্থ আত্নসাতের অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মাউসির কারণ দর্শানোর নোটিশ
আত্রাইয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আ’লীগের ২ নেতা গ্রেফতার
লোভনীয় বিজ্ঞাপনে ঔষধসহ নকল পণ্য বিক্রি:বিপুল নকল পণ্যসহ প্রতারক গ্রেফতার
তানোরে কয়েকদিনের বৃষ্টিতে যৌবনে ফিরছে বিলকুমারী, জেলেদের মুখে খুশির ঝিলিক
আত্রাইয়ে তিন দিনেও খোঁজ মেলেনি কাঁচামাল ব্যাবসায়ী রুবেলে’র
নবীনগরের সাঈদ’কে জেলা বিএনপির উপদেষ্টা করায় উপজেলা বিএনপির আনন্দ মিছিল
উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

বাগমারায় এনামুলের গাড়িবহরে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারণার গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। রোববার রাত ৮ টার দিকে বাগমারা দ্বীপপুর ইউনিয়নের কালিতলা মাদ্রাসা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে মজিবর রহমান ও সুইট নামে দুইজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সাথে জড়িত থাকার ঘটনাস্থল থেকে দুই জন হামলাকারীকে আটক করেছে বাগমারা থানা পুলিশ। আটককৃতরা হলেন, নানসর গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন তোতা এবং মুনছুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক। আটকের পরই তাদেরকে বাগমারা থানায় নেয়া হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে এনামুল হক দাবি করেন, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন তার গাড়ি বহরে হামলা চালিয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বাগমারার বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করছিলেন। রাত ৮টার দিকে তিনি গাড়ি নিয়ে বাগমারার দ্বীপপুর ইউনিয়নের কালিতলা মাদ্রাসা মোড়ে পৌছালে সেখানে ওঁৎ পেতে থাকা নৌকার সমর্থকরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হন স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক মজিবুর রহমান ও সুইট। ইট লেগে মজিবর রহমান ও সুইটের মাথায় জখম হয়েছে। তবে এনামুল হক এমপি ওই গাড়িতে থাকলেও নেতাকর্মীরা তাকে চারদিকে ঘিরে রাখায় আহত হননি তিনি।

হামলাকারীদের মধ্যে রয়েছে নৌকা প্রতীকের ক্যাডার জবান আলী, বাবলু, মোস্তাক, টুটুল,আলাউদ্দীন আলী সহ অর্থশতাধিক ক্যাডার হামলা করে।

এদিকে হামলার পর ইঞ্জিনিয়ার এনামুল হক সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। একই সাথে বাগমারা ব্যাপী নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা যে তান্ডব চালাচ্ছে তার বিচার চান।

হামলার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম তিনি বলেন, হামলার ঘটনা শোনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নাগালের মধ্যে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলার সাথে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ