ঢাকা, শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আ’লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
নলছিটিতে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ, এলাকায় উত্তেজনা
বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কলাপাড়ায় শ্রমিকদলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড
জীবননগরে পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
সচেতন শিশুরাই পারবে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে: চসিক মেয়র ডা.শাহাদাত
ঝিনাইগাতীতে বন্যহাতীর আক্রমণে নিহত পরিবারের পাশে বিএনপি নেতা এ্যাডঃ এরশাদ আলম জর্জ
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে তালা,অতঃপর গভীর রাতে দোকানে চুরির নাটক
অর্থ আত্নসাতের অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মাউসির কারণ দর্শানোর নোটিশ
আত্রাইয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আ’লীগের ২ নেতা গ্রেফতার
লোভনীয় বিজ্ঞাপনে ঔষধসহ নকল পণ্য বিক্রি:বিপুল নকল পণ্যসহ প্রতারক গ্রেফতার
তানোরে কয়েকদিনের বৃষ্টিতে যৌবনে ফিরছে বিলকুমারী, জেলেদের মুখে খুশির ঝিলিক

বামরাইলে আ’লীগের নৌকা প্রতীকের উঠান বৈঠকে নেতাকর্মীদের ঢল 

 বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যপক আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসন( উজিরপুর-বানারীপাড়া) বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। ২৪ ডিসেম্বর রবিবার বিকেল ৪ টায় বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠকে বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাষ্টার এর সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,
সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য সবুজ মোল্লা,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দু বৈদ্য,
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, ইদ্রিস সরদার, এ্যাডঃ সালাউদ্দিন শিবু, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা এবং পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বালী,
সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ডাঃ আবুবকর আকন,বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরাজী নাসির আহম্মেদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন,বামরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী বেগম, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ সোলাইমান, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম সরদার, বামরাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান সজিব শরীফ,
সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মোল্লা, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলামিন খলিফা, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম রাড়ী, বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান রাব্বি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাগর আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এসময় প্রধান অতিথি বরিশাল -২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কমরেড রাশেদ খান মেনন বলেন, শেখ হাসিনার অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়া তা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবেন, এই অঙ্গীকার করে তিনি সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুনঃ