ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা

বেতাগীর করুণা করুণা গ্রামে সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ

দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুণা গ্রামের তালবাড়ি খাল পারাপারে নির্মিত হয়েছে একটি সেতু।পরিহাসের বিষয়, সেতুর দুই পারে তৈরি হয়নি সংযোগ সড়ক অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের ফলে যাতায়াতে আগের সেই দুর্ভোগই পোহাচ্ছেন স্থানীয় জনসাধারণ।

সরেজমিনে দেখা যায়, তালবাড়ি খালের ওপর নির্মিত সেতুতে ওঠার জন্য দুপাশেই কোনো রাস্তা নেই। নেই বাঁশের সাঁকোর ব্যবস্থা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৮ মাস ধরেই চলছে এ এলাকার মানুষের দুর্ভোগ। এ ছাড়াও খালের তুলনায় সেতু ছোট হওয়ায় সংযোগ সড়ক নির্মাণ করা হলেও বর্ষায় পানির চাপে তা ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বেতাগী সদর, মোকামিয়া মাদ্রাসা ও মোকামিয়া মাদ্রাসা বাজারসহ আশপাশের এলাকার মানুষ সেতুর সংযোগ সড়কের অভাবে অন্য গমে চলাচল করতে বাধ্য হচ্ছেন। জনদুর্ভোগের চরন পর্যায়ে পৌঁছানো সেতুটির সংযোগ সড়ক দ্রুততম সময়ের মধ্যে নির্মাণের দাবি জানিয়েছেন করুনা গ্রামের মানুষ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ৯৩ মিটার দৈঘোর সেতুটি ৮৪ লাখ ১৫ হাজার ১৪৯ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বরগুনার শরীর খালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহ নেওয়াজ সেলিম ২০১২ সালের ২৫ মার্চ এ কাজটির কার্যাদেশ পায়। একই সালের ১২ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার সময়সীমা থাকলেও এখন পর্যন্ত নির্মিত সেতুটির দুই পাশে রাস্তা নির্মাণ করা হয়নি। সেতুর দুই পাশের সংযোগ সড়ক ছাড়াই প্রকল্পের কাজ শেষ করা হয়। ফলে সেতুটি এখানকার মানুষের চলাচলে কোনো কাজেই আসছে না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মরত একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরেজমিনে পরিদর্শন না করেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠান। আবার কারও কারও ব্যক্তিগত স্বার্থেও রাস্তাঘাট ছাড়া সেতু নির্মাণ করা হয়। এতে সরকারের অনেক টাকা অপচয় হচ্ছে।

বেতাগী উপজেলা প্রকৌশলী রইসুল ইসলাম বলেন, প্রস্তাব পাঠানোর আগে সরেজমিনে পরিদর্শন না করে সেতু নির্মাণের কোনো সুযোগ নেই। তবুও হয়েছে সেতু। এ কারণে সরকারের প্রায় কোটি টাকা অপচয় হচ্ছে।

বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিএম অলিউল ইসলাম বলেন, দ্রুতই অগ্রাধিকারভিত্তিতে মাটি ভরাটের কাজ সম্পন্না হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমদ বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সেতুটির সঙ্গে রাস্তার সংযোগ স্থাপনে মাটি ভরাটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

শেয়ার করুনঃ