
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -১ আসনে মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রমে নেই জেলা আওয়ামীলীগের সভাপতি। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড় -২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। পঞ্চগড় -১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে নির্বাচনে অংশগ্রহণ করে প্রচারণা চালাচ্ছেন। যে কারণে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সারোয়ার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেন এবং বলেন পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি এই পদে দ্বায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর কতদিন পর্যন্ত তিনি এই দ্বায়িত্ব পালন করবেন তা অস্পষ্ট থাকায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। আবার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন ২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তিনি ১ আসনে দলের পক্ষে মাঠ পর্যায়ে কোন জনসংযোগ করছেন না। এমনকি নির্বাচন কালীন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি করে কাউকে দ্বায়িত্ব দেন নি। এতে করে এক আসনে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম হচ্ছে। আসনে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন, এটা কেমন নির্বাচন হচ্ছে আমরা বুঝতে পারছি না। একদিকে বিরোধী দল নেই। অপরদিকে পঞ্চগড়ে দলের যিনি অভিবাবক তিনিও দলের পক্ষে মাঠে গণসংযোগ করছেন না। দলীয় ঘোষনা ক্রমে সাধারণ সম্পাদক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার কারণে যদি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়, তবে দলের সভাপতি নৌকা প্রতীকে -২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন কিন্তু দলের পক্ষে ১ আসনে জনসংযোগ করছেন না তাহলে ভারপ্রাপ্ত সভাপতি নেই কেন ? দলীয় নেতাদের এমন কার্যক্রমে সাধারণ ভোটাররা কোনদিকে যাবে তা নিশ্চিত হতে পারছে না অনেকেই। তবে গত (২১-ডিসেম্বর) বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পঞ্চগড়ে যুক্ত হন। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কথা বলছেন পাঁচটি জেলার নেতৃবৃন্দের সাথে। উনি বলছেন রেলমন্ত্রী হিসেবে। দলের সভাপতি হিসেবে না। অনুষ্ঠান শেষে এডভোকেড নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করায় তিনি দ্বায়িত্ব পালন করতে পারছেন না। আমি নৌকা নিয়ে নির্বাচন করছি।