ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন

পঞ্চগড়-১ আসনে প্রচারণার মাঠে নেই জেলা আঃলীগের সভাপতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -১ আসনে মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রমে নেই জেলা আওয়ামীলীগের সভাপতি। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড় -২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। পঞ্চগড় -১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসনে নির্বাচনে অংশগ্রহণ করে প্রচারণা চালাচ্ছেন। যে কারণে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সারোয়ার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেন এবং বলেন পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি এই পদে দ্বায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর কতদিন পর্যন্ত তিনি এই দ্বায়িত্ব পালন করবেন তা অস্পষ্ট থাকায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। আবার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন ২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তিনি ১ আসনে দলের পক্ষে মাঠ পর্যায়ে কোন জনসংযোগ করছেন না। এমনকি নির্বাচন কালীন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি করে কাউকে দ্বায়িত্ব দেন নি। এতে করে এক আসনে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম হচ্ছে। আসনে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন, এটা কেমন নির্বাচন হচ্ছে আমরা বুঝতে পারছি না। একদিকে বিরোধী দল নেই। অপরদিকে পঞ্চগড়ে দলের যিনি অভিবাবক তিনিও দলের পক্ষে মাঠে গণসংযোগ করছেন না। দলীয় ঘোষনা ক্রমে সাধারণ সম্পাদক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার কারণে যদি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়, তবে দলের সভাপতি নৌকা প্রতীকে -২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন কিন্তু দলের পক্ষে ১ আসনে জনসংযোগ করছেন না তাহলে ভারপ্রাপ্ত সভাপতি নেই কেন ? দলীয় নেতাদের এমন কার্যক্রমে সাধারণ ভোটাররা কোনদিকে যাবে তা নিশ্চিত হতে পারছে না অনেকেই। তবে গত (২১-ডিসেম্বর) বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পঞ্চগড়ে যুক্ত হন। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেড নুরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কথা বলছেন পাঁচটি জেলার নেতৃবৃন্দের সাথে। উনি বলছেন রেলমন্ত্রী হিসেবে। দলের সভাপতি হিসেবে না। অনুষ্ঠান শেষে এডভোকেড নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের জানান, সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করায় তিনি দ্বায়িত্ব পালন করতে পারছেন না। আমি নৌকা নিয়ে নির্বাচন করছি।

শেয়ার করুনঃ