ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রবাসীর জমিতে পাকা ঘর নির্মান

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকার বড়চর লক্ষীপুর গ্রামে মোঃ কামাল হোসেন নামের এক ওমান প্রবাসীর ক্রয়কৃত ও রেকর্ডীয় জমি জোর পূর্বক দখল
করে পাকা ঘর নির্মান করছে একই গ্রামের হাফেজ হাওলাদারের ছেলে হালেম হাওলাদার। আর অসহায় প্রবাসির পরিবার ন্যায় বিচারের আশায় কোর্টে মামলা দায়ের করেও পাকা ঘর নির্মান ঠেকাতে না পারায় নিজেদের জমি রক্ষায় দ্বারে দ্বারে ঘুরছে। তবে কালকিনি থানা পুলিশ বলছে নিষেধ করার পরেও তারা ঘর নির্মানের কাজ করেছে শুনে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছি। ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসী জানায়, লক্ষীপুর এলাকায় ১১৮নং মৌজায় ১০৮নং খতিয়ানে ১৯৩নং দাগে ৪শতাংশ জমি ২০০০সালের ২৭ মার্চ সাফ-কবালা দলিল মূলে সূর্যভান বিবির কাছ থেকে ক্রয় করে হোসেন হাওলাদারের ছেলে প্রবাসী মোঃ
কামাল হোসেন। আর দলিল মূলে বি.আর.এস জরিপে নিজ নামে রেকর্ড করে ভোগ দখলের পাশাপাশি নিয়মিত ভূমি উন্নয়ন কর(খাজনা) পরিশোধ করে আসছেন। কিন্তু উক্ত জমির পাশে থাকা প্রতিবেশী হালেম হাওলাদার নিজের জমির পাশে উক্ত জমি হওয়ায় জোর পূর্বক তা দখল করে পাকা ঘর নির্মানের চেষ্টা চালায়। হালেম হাওলাদার এলাকায় প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীও এই জুলুমের ব্যাপারে নিরব ভূমিকা পালন করে। উপায়ান্তর না দেখে প্রবাসী কামাল হোসেনের স্ত্রী আয়শা আক্তার ইমা বাদী হয়ে গত ২০ডিসেম্বর মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ রাখার অনুরোধ জানায়। কিন্তু পুলিশ চলে আসার পরে ফের কাজ শুরু করা হয়। আর খবর পেয়ে পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ২জনকে আটক করে। কিন্তু গ্রামের গন্যমান্য ব্যক্তি ও বিবাদী মামলার রায় না হওয়া
পর্যন্ত কাজ করবেনা বলে আশ্বস্ত করে। কিন্তু পুলিশ চলে আশার পরে ফের কাজ শরু করায় প্রবাসীর পরিবার ন্যায় বিচারের আশায় এখন দ্বারে দ্বারে ঘুরছে বলে জানায়।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এএসআই শরিফুল হক জানায়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে আমরা কাজ বন্ধ রাখতে বলি। কিন্তু তার পরেও
নির্মান কাজ করায় ২জনকে আটক করা হয়েছিল। তবে গ্রামের গন্যমান্য ব্যক্তি ও বিবাদী মামলার রায় না হওয়া পর্যন্ত কাজ করবেনা বলে আশ্বস্ত করলে শান্তি বজায়
রাখতে উভয় পক্ষদের বলা হয় এবং নোটিশ দেয়া হয়েছে।’

শেয়ার করুনঃ