ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশের এসআইকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৩

রাজধানীর পুরান ঢাকার কদমতলী থানার ধোলাইপাড় এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই)কে কুপিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গত ১৯ তারিখ ভোর রাতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়েছেন এই এসআই। তিনি নারায়নগঞ্জ সদর মডেল থানায় কর্মরত।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইসমাইল (৫৫), মো. রাসেল হোসেন (২৯) ও মো. শফিকুল ইসলাম (২৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৫ হাজার টাকা, দু’টি মোবাইল এবং ছিনতাই কাজে ব্যবহৃত রক্তামাখা চাকু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন।

ডিসি ইকবাল বলেন, বরিশালে মেহেন্দিগঞ্জ থানার একটি মামলার স্বাক্ষী দিয়ে ১৯ তারিখ ভোর রাতে বাসে করে ঢাকায় ফেরেন ভুক্তভোগী এসআই। তিনি বাস থেকে কদমতলী থানার ধনিয়া রোডের পূর্ব ধোলাইপাড় বাজার এলাকায় নামেন। এই সময়ে তাকে তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সবস্ব লুটে নেওয়ার চেষ্টা করে। এই সময়ে এসআই নিজের আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো চাপাতি দিয়ে বাম হাতের কব্জিতে এলোপাতারীভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে। পাশাপাশি ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে পেটের বাম পাশে পোচ মারে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে ছিনতাইকারীরা এসআই’র প্যান্টের পকেটে থাকা দু’টি মোবাইল ফোন যার ৪০ হাজার টাকা ও সন্তানদের স্কুলে ভর্তির জন্য মানিব্যাগে আবারও ৪৩ হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই সময়ে তার সঙ্গে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিসহ সকল কাগজপত্র নিয়ে যায়।

ডিসি ওয়ারী আরও বলেন, এই ঘটনায় ভুক্তভোগী এসআইয়ের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তদন্তে নেমে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। দলটির প্রধান ইসমাইলের নামে একাধিক ছিনতাইয়ের মামলার তথ্য পাওয়া গেছে। এই ঘটনার পরে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া ছিনতাইকারী প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সচেতনা বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ