
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বিকল্প ধারার কর্মী সভায় অংশগ্রহণ করার অভিযোগ উঠেছে। হাসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন আহমেদ এর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
গত ১৯ ডিসেম্বর বিকল্প ধারার মুন্সীগঞ্জ ১আসনের কুলা মার্কার প্রার্থী মাহী বি চৌধুরী এর বাড়ির মাঠে কর্মী সভায় অংশগ্রহণ করে বক্তব্য দেন হাসাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন আহমেদ।
তিনি বলেন, ৫০ টা বাইক সামনে থাকবে ৫০ টা বাইক পিছনে থাকবে মাঝে আপনাকে রেখে আমরা শোডাউন করবো। আপনাকে কেউ বাধা দিলে তার প্রতি আহত আমরা করবো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, দলের নির্দেশনা অমান্য করে কুলা মার্কার কর্মী সভায় অংশ গ্রহন করা আর সমর্থন করা একই বিষয়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন তিনি।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাজ করা যাবে না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ছবিটি কেন্দ্রে পাঠিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।