
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর কচ্ছপিয়ায় সন্ত্রাসের কবল থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ পিতার। এ ঘটনায় ছেলে মঈনুদ্দিনও গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০) ডিসেম্বর রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার আহামদ (৬১) কচ্ছপিয়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড় পাড়া গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে। নিহতের স্ত্রী খাতিজা বেগম জানান, রাসেল ও সোহেলকে চাঁদা না দেওয়ায় তার ছেলেকে বাড়ি থেকে তোলে নিয়ে লম্বা দা দিয়ে শরীরে কুপিয়ে আহত করেন।
এ সময় পিতা ছেলেকে উদ্ধার করতে গেলে সেও হামলার স্বীকার হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে পিতা ও ছেলেকে উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পিতাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ছেলে মঈনুদ্দিন হাসপাতালে মূমুর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে মোক্তারের পাশ্ববর্তী হারুনসহ অনেকে জানান,রাসেল ও সোহেলসহ তিন ব্যক্তি মঈনুদ্দিনের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে। তিনি বলেন,মোক্তার অসুস্থ ছিলেন,সম্ভবত হার্ট এট্যাকে তার মৃত্যু হতে পারে। গর্জনিয়া ফাঁড়ি পুলিশের আইসি সাইফুল আলম জানান খবর পেয়ে তিনি রাতেই দ্রুত ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে ধরে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।