
পটুয়াখালী-৩ ( গলাচিপা ও দশমিনা) আসনের সতন্ত্র প্রার্থীর এক কর্মীকে মারপিট ও তাকে খুন জখমের হুমকি প্রদান করায় থানায় জিডি করা হয়েছে। জানা গেছে, এ ঘটনা টি ঘটেছে ১৯ ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক দুপুর ৩ টার সময়।এ ব্যাপারে থানায় জিডি করেছেন সতন্ত্র প্রার্থীর আহত কর্মী আবু সাইদ(১৯)।তিনি গলাচিপা পৌর সভার ৬ নং ওয়ার্ডের নাগরিক। এ বিষয় তাঁর করা গলাচিপা থানার জিডি নং-৭৭৪,তারিখ -১৯/১২/২০২৩।উক্ত জিডিতে আবু সাইদ তামিম উল্লেখ করেছেন তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের সতন্ত্র প্রার্থীর ঈগল পাখি মার্কার একজন কর্মী।বিবাদীগন নৌকা মার্কার কর্মী হিসাবে কাজ করে।
বিবাদীদের পক্ষে সমর্থন না করার কারণে বিবাদীরা তাঁর এবং তাঁর পরিবারের ক্ষতিসাধন করার সুযোগ খুঁজিয়া আসিতেছে। ঘটনার দিন উপরে উল্লেখিত তারিখ ও সময় বিবাদীরা তাকে ঘটনা স্হল গলাচিপা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডস্হ সিনেমাহলের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর পাইয়া পূর্ব শত্রুতা বশত: অকথ্য ভাষায় গালিগালাজ করে।তিনি প্রতিবাদ করিলে বিবাদীরা তাকে এলোপাথারি মারপিট করিয়া তাঁর শরীরের বিভিন্ন স্হানে নীলা ফুলা জখম করে। তাহাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে সকল বিবাদীরা হাতে ধারালো দাও নিয়া প্রকাশ্যে তাকে খুন জখমের হুমকি প্রদান করে। এ জিডিতে যাদের বিবাদী করা হয়েছে তাঁরা হলেন, (১) মোঃ ইশরাত হোসেন আব্বাস(৪০) ও( ২) মোঃ আজিজুর রহমান শাওন(৩২),সাং-৬ নং ওয়ার্ড, (৩) আবদুল্লাহ আল নোমান তুর্য(২৬),সাং-৭ নং ওয়ার্ড এবং( ৪) মোঃ কামরুল ইসলাম সোহেল (৩৫), উভয়ই গলাচিপা পৌর সভার নাগরিক।১১৩ পটুয়াখালী -৩( গলাচিপা ও দশমিনা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী হলেন, এসএম শাহজাদা এমপি ( নৌকা) ও সতন্ত্র প্রার্থী হলেন, লেঃ জেনারেল অবঃ আবুল হোসেন( ঈগল)।