ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নরসিংদীর মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত আহত ৩

নরসিংদী জেলা

নরসিংদী রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় সবুজ মিয়া(২৫)নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত। এ ঘটনায় অটোরিকশায় থাকা ৩ যাত্রী গুরুতর আহন।

নিহত সবুজ মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামের মস্তো মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশা-মাখা ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী চালবুঝাই ট্রাক এবং বিপরীত দিখ থেকে আসা ঢাকাগামী ডেনিশ কোম্পানির মিনি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে মাহমুদাবাদ এলাকায় আসা মাত্রই উভয় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালবুঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে চালের বস্তা সড়কে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকে। একই সাথে মিনি কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা চালক নিহত ৩ যাত্রী আহত হন। এ ঘটনার পর পর উভয় গাড়ির চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়। পুলিশী ভয়ে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ‘সকালে উভয় গাড়ির চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চাল বুঝাই ট্রাকটি ডান পাশে চলে আসায় উভয় গাড়ির চালক হতভম্ব হয়ে নিয়ন্ত্রণ হারায়। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন নিহত তিন যাত্রী আহত হন।’

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব থেকে বারৈচা মরজাল এলাকা জোরে সিএনজির মত বিভিন্ন নিষিদ্ধ যানবাহন পুলিশকে মেনেজ করে নিষিদ্ধ সময় চলাচল করে। ফলে প্রায়ই ছোট বড় দূর্ঘটনা গুলো ঘটছে। কিছুদিন পর পর দূর্ঘটনায় মানুষ মারা যায়। গত কয়েক মাসে এই এলাকায় সড়ক দুর্ঘটনায় তাজা প্রাণ চলে গেছে। স্থানীয়রা নিচক এমন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে মুক্তি চায়।

মুছাপুর ইউপি সদস্য লিয়াকত আলী বলেন,দূর্ঘটনার পর পর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা বিনাময়নাতন্তে লাশ দাফনে থানায় আসছি। আলাপ আলোচনা চলছে পরে কথা বলি।

 

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক সফর উদ্দিন ঘটনাস্থলে এ বিষয়ে জানতে চাইলে বক্তব্য দিতে অনিহা প্রকাশ করে বলেন, ঘটনাস্থলে আপনি এসেছেন অনুসন্ধান করে কারন বের করেন। বক্তব্য দিবো না, থানায় বসেন।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক ওসি সাজু মিয়া মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি একজন নিহত। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ