
হাতিয়ায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিজয় র্যালী, কুচকাওয়াজ ও আলোচনাসভার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক সংসদ সদস্য ও জাতীয় দ্বাদশ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্তরে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।
এদিকে উপজেলা পরিষদের আয়োজনে দ্বীপ সরকারি কলেজ মাঠে ভোর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রদর্শন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহাম্মেদসহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।