
জনগণের ভালোবাসা নিয়ে পুনরায় এমপি হয়ে তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়। গতকাল বুধবার ১৩ ডিসেম্বর বিকেলে নেত্রকোণা পৌর শহরের আনন্দবাজার এলাকায় প্রতিবন্ধী উন্নয়ন সমিতির ১ম বর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নেত্রকোণা ২ -বারহাট্রা আসনের আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এই উপমন্ত্রী।
প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাসেমের সম্পাদনায় উক্ত সভায় যুবলীগ নেতা মনিরুজ্জামান রোমান, সুজন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।