
ঝালকাঠির রাজাপুরে আসন্ন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন রাজাপুর থানার নবাগত ওসি আতাউর রহমান।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে রাজাপুরে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে এ সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন রাজাপুর থানার নবাগত ওসি আতাউর রহমান, প্রবীন সাংবাদিক দৈনিক যুগান্তরের রাজাপুর প্রতিনিধি আঃ বারেক ফরাজি, রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি এনামুল হোসেন খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি ইনডিপেনডন্ট টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি রহিম রেজা, সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ বানীর রাজাপুর প্রতিনিধি আলমগীর শরীফ, রাজাপুর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তর উপজেলা সংবাদদাতা এনামুল হক, রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশের আলোর উপজেলা প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, দৈনিক বিপ্লবী বাংলাদেশের রাজাপুর প্রতিনিধি সালমা আলমগীর, দৈনিক ভোরের কাগজ ঝালকাঠি শহর প্রতিনিধি মো. নাঈম, সাপ্তাহিক অগ্রযাত্রা সাংবাদিক সম্পাদক নবীন মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পালহন ও এসআই মো. মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ওসি আতাউর রহমান আসন্ন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, সন্ত্রাস, জঙ্গী ও চুরি ডাকাতি রোধে সকলের সহযোগীতা কামনা করেছেন।