ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে হুমকির বিচার চেয়ে থানায় অভিযোগ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

দুমকীরতে লেবুখালী ভারানীর খাল পাড়ের রাস্তাটি, এক বছরের মাথায় হুমকির সম্মূখীন

পটুয়াখলীর দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের পাগলার ব্রীজের নীচ দিয়ে বয়ে যাওয়া ভারানী খাল পাড়ের সিসি ঢালাই রাস্তাটি এক বছর আগে হলেও রাস্তাটি দিয়ে জনগনের যাতায়াত এখন হুমকির সম্মূখীন হয়ে পড়েছে।

 

ভারানী খালের রাস্তাটি র্দীঘদিন ধরে খারাপ থাকার পড়ে রাস্তাটি এল জি এ ডি মাধ্যমে রাস্তাটি এক বছর র্পূবে করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে ভাড়ানীর খাল যাওয়ায় স্রোতের কারনে রাস্তার পাশের পানি উন্নয়ন র্বোডের পালিং ডেবে গিয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

লেবুখালী পাগলা ব্রীজের নীচ দিয়ে রাস্তাটি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় র্পযন্ত চলাচলের একমাএ পথ।রাস্তার পাশে রয়েছে ভূমি অফিস, খানকাহ, কয়েকটি মসজিদ নূন্যতম ১ হাজার পরি বারের বসবাস।স্থানীয় বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আ: লতিফ প্যাদা বলেন রাস্তা দিয়ে আমাদের চলাচলের একমাএ ভরসা সর্ম্পূন ভেঙে গেলে সাধারন মানুষসহ এলাকাবাসীর র্দুভোগ পোহাতে হবে।লেবুখালী হাবিবুল্লাহ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন রাস্তাটি দিয়ে বিদ্যালয় চলাকালীন সময় ১ হাজার শির্ক্ষাথীদের যাতায়াত তাদের বিকল্প কোন যাতায়াতের পথ নেই। এবিষয় সংশ্লিষ্ট র্কতৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া একান্ত জরুরী। স্কুলে আসার একটি লোহার পুল ছিল যা স্রোতের কারনে ভেংগে খালে পড়ে আছে।অনেক ছাএ ছাএীরা এখন ঝুকি নিয়ে নৌকা যোগে পাড়াপার হয়ে ক্লাস করছে।সরেজমিনে ঘুরে দেখা যায় ভাড়ানী খালটি লেবুখালী পায়রা নদীর সাথে সংযুক্ত থাকার কারনে পায়রা ব্রীজ হওয়ার পর থেকেই ভাড়ানী খালে স্রোত র্পূবের চেয়ে বেশী পড়ার ফলে খালটির দুপাড় ভেঙে যাচ্ছে। খাল থেকে এখন নদীতে রুপান্তর হওয়ার সম্ভাবণা রয়েছে।এ বিষয়টি নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড: হারুন অর রশীদ হাওলাদার ও উপজেলা র্নিবাহী র্কমর্কতা মো: আল ইমরান এর সাথে কথা বললে তারা বলেন বিষয়টি র্উধতন র্কতৃপক্ষের কাছে জানানো হয়েছে।রাস্তাটি রক্ষানাবেক্ষনের বিষয় উপজেলা প্রকৌশলী মো: সাদ জগলুল ফারুকী বলেন এবিষয় কোন প্রকল্প হলে ব্যবস্থা নেওয়া হবে।পানি উন্নয়ন র্বোডের র্নিবাহী প্রকৌশলী( পুর) মোঃ আরিফ হোসেন বলেন ইতিমধ্যে র্সাভে করে র্উধতন র্কতৃপক্ষের কাছে প্রকল্প প্রেরন করা হয়েছে বরাদ্দ আসলে কাজ শুরু হবে।

শেয়ার করুনঃ