ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেগমগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার,এলজি উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে চাক নৃ-গোষ্ঠীর পানি খেলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
বৃষ্টি উপেক্ষা করে পটুয়াখালীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিলি’
নবীনগরের কুড়িঘরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ
বিরামপুরে অপহরণের ২৫দিন পর কিশোরী উদ্ধার
দর্শনায় আর্ন্তজাতিক চেকপোষ্টের রুমে পুলিশ কনষ্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাঁচবিবিতে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত-১
বিজয়নগরে মাদকের নেপথ্যে বিএনপি আ’লীগ আইন প্রয়োগকারিরা ‘সুবিধাভোগী’
ভোটের আগে রাজনৈতিক দলের নিবন্ধনের কালো আইন বাতিল চাইলেন- জনস্বার্থে বাংলাদেশ
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
চাপাতি ঠেকিয়ে ছিনতাই:রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে চক্রটি,গ্রেফতারকৃত বাদেও পলাতকরা শনাক্ত
নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার
রাজধানীতে ৬ হাজার ইয়াবাসব ৫ শীর্ষ মাদক কারবারি আটক

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ,গ্রেফতার ১

রাজধানীতে ডিজিটাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে চক্রের হোতা মো. পলাশকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, গ্রেফতারকৃত পলাশ কামরাঙ্গীরচর এবং হাজারীবাগ এলাকার ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর সফটেল প্রতিষ্ঠানের ডিএসও হিসেবে কর্মরত ছিলেন।

তিনি নগদ এজেন্ট ও প্রতিষ্ঠানে নগদের টাকা গ্রহণ এবং তা নিজ প্রতিষ্ঠানে জমা করার দায়িত্ব পালন করতেন। গত ২ অক্টোবর অন্যান্য দিনের মতো এজেন্টদের কাছে থেকে নগদের ১১ লাখ ৯৭ হাজার টাকা সংগ্রহ করে সন্ধ্যায় অফিসে জমা না করে পালিয়ে যান।

এ ঘটনার পর থেকে তিনি পরিবারসহ আত্মগোপন করেন। পরবর্তীতে অফিসের ম্যানেজার বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা (মামলা নং- ১৬) করেন।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে।

তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে কামরাঙ্গীচর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ