
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলা বাংলা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
আজ বুধবার সকাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা এ ক্যাম্পের আয়োজন করে।স্বাস্থ্য ক্যাম্পে এলাকার অসহায় দরিদ্র, শ্রমজীবিসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়। সেবা প্রদান করেন হেলথ সেন্টার ইনচার্জ মাহবুবুল হক কুদরতি। এ সময় আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মহসিন খান, ঠাকুরাকোনা শাখা ব্যবস্থাপক মো. আবুল কাসেম, সহকারী শাখা ব্যবস্থাপক সাইফুল আলম, শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মহসিন খান জানান, আশা বাংলা বাজার হেলথ সেন্টারে প্রায় ৪শ মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। এ ছাড়া জেলার মোহনগঞ্জ, কলমাকান্দার সিধলীসহ ১৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে।