ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল
নাইক্ষ্যংছড়িতে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৭

ফরিদপুরে যথাযোগ্যে মর্যাদায় রাসেল দিবস পালন

‘শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়।এই প্রতিপাদ্যকে স্বরণ করে ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর),২০২১ সাল থেকে শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালন করা হচ্ছে।দিবসটি পালনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে’শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্জয়।

ফরিদপুর জেলা প্রশাসকের আয়োজনে ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আজ বুধবার সকাল পৌনে দশটায় ‌ জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে বিভিন্ন পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরতলী কবি জসীম উদ্দিন হলে এক আলোচনা সভাসহ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াসিন কবির,সেবা,অতিরিক্ত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সহ প্রমূখ।

উপস্থিত বক্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জীবনীর উপর আলোচনা করেন বলেন, বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের কে শেখ রাসেলের মতো দীপ্তিময় ও প্রাণোচ্ছল জীবণ গড়ার আহ্বান জানান।

তারা আজকের শিশু কিশোরদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতি মায়া, মমতা, ভালবাসা মনের মধ্যে সৃষ্টি করতে হবে। অনুষ্ঠান শেষে এ বিষয়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার করুনঃ