
হবিগঞ্জের মাধবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে ১১ টি ইউনিয়ন সহ প্রতিটা ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়৷
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহ-সভাপতি শরিফুজ্জামান হীরাজ ও বিপ্লব রায় চৌধুরী , সাধারণ সম্পাদক এ কে এম মইনুদ্দিন চৌধুরী সুমন, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কাশেম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া , মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাস গুপ্ত সহ উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ ।
উক্ত সভায় ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিজয়ের মাসে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে দিকনির্দেশনা দেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন উন্নয়নের স্মৃতিচারণ করেন । এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান ।