
আজ ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দূর্নীতির বিরোধী দিবস -২০২৩,রোজঃ শনিবার, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে এই দিনটি যথাযোগ্য র্মযাদায় পালিত হয়। বাংলাদেশের দূর্নীতি দমন কমিশন সারাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে এই দিবসটি পালন করে আসছে এর ধারাবাহিকতায় আজ সকাল দশ ঘটিকার সময়,গলাচিপা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও র্দুনীতি
প্রতিরোধ কমিটি আয়োজনে আর্ন্তজাতিক র্দুনীতি বিরোধী দিবস-২০২৩ পালন করা হয়।
এর মধ্যে ছিল মানববন্ধন র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার সুযোগ্য নিবাহী অফিসারমো. মহিউদ্দিন আল হেলাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্, গলাচিপা দূর্নীতির বিরোধী কমিটির সভাপতি সহ সরকারি, বেসরকারি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র,ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।