ঢাকা, বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা,লাশ ফেলল পুকুরে
ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত
নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল মাঠে প্রিন্টের আধিপত্য, হার ইলেক্ট্রনিক মিডিয়ার
মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক ৩
মোরেলগঞ্জে বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি সেনের বাজার জোনাল অফিসের ডিজিএম আবু বকর সিদ্দিককে বিদায় সংবর্ধনা
রাজাপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে অর্ধশত চোরাই মোবাইলসহ দুজন গ্রেফতার
নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীসহ পথচারীরা
তানোরে থাকা খাওয়া ফ্রি দরিদ্র-আদিবাসী নারীদের শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে মহিলা কলেজ
ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি
পটুয়াখালী সদর উপজেলার নতুন কৃষি অফিসারের সাথে অন্য স্টাফদের মতবিনিময় সভা
কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বেইলি রোডে ৩৪ কোটি দামের কষ্টিপাথরের মূর্তি ও বিদেশী মদসহ ৪ জন আটক

রাজধানীর বেইলি রোড এলাকার বেইলি হাইটস নামের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং ৪০ লাখ টাকা মূল্যের ১১০ বোতল মূর্তি ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে র‍্যাব। অভিযানে কষ্টিপাথর ও মাদকের সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও হাবিবুর রহমান (৪২)।

মংগলবার (২৭ মে) বিকালে বেইলি হাইটসের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মূর্তি ও বিদেশী মদ জব্দ করে র‍্যাব-১০ এর একটি দল।

এদিন রাতে কেরানীগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, চোরাচালানকারীদের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাচীন মূর্তি ও মাদকদ্রব্য সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকাল ৩টা ১০ মিনিটে বেইলি রোডের ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মূর্তি ও বিদেশী মদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত তিনটি কষ্টিপাথরের মূর্তির মধ্যে দুটি বিষ্ণু দেবের ও একটি গরুর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধার মূর্তির মধ্যে একটি মূর্তির ওজন ৮৮.৯৫০ কেজি, উচ্চতা ৪২.৫ ইঞ্চি। দ্বিতীয়টির ওজন ১৯.৬৫০ কেজি, উচ্চতা ২৬.৫ ইঞ্চি এবং
তৃতীয়টির ওজন ৯২.৬৯০ কেজি, উচ্চতা ২২.৫ ইঞ্চি।

প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণকারদের মাধ্যমে মূর্তিগুলো মূল্যবান কষ্টিপাথরের তৈরি বলে শনাক্ত করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা একটি চক্রের মাধ্যমে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থান থেকে মূর্তি ও বিদেশী মদ সংগ্রহ করে পাচার করতেন। দ্রুত অর্থ উপার্জনের লোভেই তারা এই সিন্ডিকেটে জড়িয়ে পড়েন।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, এই মূর্তিগুলো শুধু সাংস্কৃতিক নিদর্শন নয়, এগুলো জাতির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অংশ। এগুলো সংরক্ষণ জাতীয় দায়িত্ব।

তিনি জানান, মূর্তিগুলো রাষ্ট্রীয় জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ দর্শক ও ভবিষ্যৎ প্রজন্ম এর মাধ্যমে আমাদের গৌরবময় অতীত সম্পর্কে জানতে পারে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ