
মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাট এলাকায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী করণীয় বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি, চলমান দুর্যোগকালীন করণীয় এবং পরবর্তী সময়ে পুনর্বাসনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগকালীন সহায়তা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব জোন, জাহাজ, বোট, স্টেশন ও রেসকিউ টিম সদা প্রস্তুত রয়েছে।”
তিনি আরও জানান, “জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলে ও স্থানীয় বাসিন্দাদের মাঝে নিয়মিতভাবে কোস্ট গার্ডের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমেরই অংশ হিসেবে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ আয়োজন করা হয়েছে।”
এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির বিষয়ে সচেতন করে গড়ে তোলাই কোস্ট গার্ডের লক্ষ্য বলে জানান তিনি। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিআই/এসকে