
Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ” নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ ” শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষী ও স্থানীয় সেবা প্রদানকারীদের মেন্টরিং ও সন্মাননা প্রদান এর আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা শতফুল বাংলাদেশ এর আয়োজনে রাজশাহী জেলার পবা, মোহনপুর, বাগমারা ও দুর্গাপুর উপজেলার মৎস্যচাষী এবং স্থানীয় সেবা প্রদানকারীদের নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে মেন্টরিং করা হয় এবং সেরা উদ্যোক্তাদের সন্মাননা ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মেন্টর হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ফিশারিজ বিভাগের প্রফেসর ড ইয়ামিন হোসেন এবং রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা । এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজীর আহমদ, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, পরিচালক (কার্যক্রম) হুমায়ুন কবীর মুক্তা , উপপরিচালক (কার্যক্রম) তুষার মাহমুদ, প্রকল্প সমন্বয়কারী সৈয়দ কাওসার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর কাওসার রহমান।
অনুষ্ঠানে মোট ১২ জন মৎস্য চাষী, ০১ জন ঝিনুক থেকে মুক্তা উৎপাদনকারী, ০১ ঝিনুক প্রক্রিয়াজাতকারী, ৩ জন বটম ক্লিনিং পদ্ধতিতে ট্যাংকে মাছ চাষী, ০২ জন হ্যাচারি উদ্যোক্তা এবং ০১ জন রেডি টু ইট মৎস্য পণ্য উৎপাদনকারীকে সন্মাননা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা নিরাপদ মৎস্য উৎপাদনে মৎস্যচাষীদের করণীয় বিষয়ে আলোকপাত করেন । উক্ত অনুষ্ঠানে তাঁরা উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন সীমাবদ্ধতা ও উত্তরণের উপায় তুলে ধরেন এবং উপ-প্রকল্পের সেবা প্রদানকারীদের মাঠ পর্যায়ে আরো কার্যকর ভূমিকা রাখতে আহবান জানান।