
রাজধানীর রামপুরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।
রবিবার বিকালে রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবির মতিঝিল বিভাগের সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. আলিম ইসলাম ও আমিরুল ইসলাম।
সোমবার (২৬ মে ) ডিএমপির উপ- কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় দুইজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবির টিম সেখানে অভিযান পরিচালনা করে আলিম ও আমিরুলকে গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতার আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রামপুরাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে