
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা দ্বিমুখী ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব মোঃশাহজালালকে মনোনয়ন দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এই মনোনয়ন প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, যার স্মারক নং- ইআবি/রেজি/প্রশা/ফা.গ.ব র-৫২/২০১৬/১৫৪৭০, তারিখ: ২১ মে ২০২৫।
সভাপতি হিসেবে মনোনয়নপ্রাপ্ত জনাব মোঃ শাহজালালের পিতা মোঃ বাবর আলী। তিনি পলাশবাড়ী উপজেলার সুইগ্রাম গ্রামের একজন সুপরিচিত সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে সর্বজন পরিচিত । একইসঙ্গে, বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন জনাব মোঃ আবুল হালিম,পিতা: মোঃ আব্দুল কাদের,গ্রাম: আমবাড়ী, ডাকঘর ও উপজেলা: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধা। তিনিও শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।এই মনোনয়ন প্রদানের মাধ্যমে পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা দ্বিমুখী ফাজিল মাদরাসার শিক্ষা কার্যক্রমে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সভাপতি হিসেবে জনাব মোঃ শাহজালাল মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল। মাদরাসার গভর্নিং বডির এই নতুন নেতৃত্ব মাদরাসার শিক্ষা-সংস্কৃতি ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।