
চন্দন ভট্টাচার্য্য, রূপসা(খুলনা) প্রতিনিধিঃ রূপসা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ মোরশেদুল হক মঞ্জুর চাচাতো ভাই বিএনপি নেতা শেখ জহিরুল হক শারাদের চাচা কাজদিয়া নিবাসী সমাজসেবক শেখ শাহনেওয়াজ হক বাচ্চু ২৫ মে ভোরে খুলনা আদ-দ্বীন হাসপাতলে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।মরহুমের জানাজা নামাজ ২৫ মে বাদ আসর কাজদিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশগ্রহণ করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্যা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম , যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের, সমাজসেবক মাফতুন আহম্মেদ রাজা, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন,মহিউদ্দীন মিন্টু, দিদারুল ইসলাম,সাবেক চেয়ারম্যান খান শাহাজাহান কবীর প্যারিস, রউফুল হক মুকুল, মোর্শেদুল আলম বাবু, এরশাদুল হক চাঁন, আওরঙ্গজেব স্বর্ন, সুলতান মাহমুদ বাদশা, আলম শেখ, শামীম হাসান,মাসুদ খান, মুন্না সরদার,খান আলিম হাসান,কামরুজ্জামান নান্টু,ফারুক শেখ,মিজান শেখ,জাহাঙ্গীর হালদার,শ,ম আলতাফ মাহমুদ,শাহাজাদা আলমগীর, মঈনুল হাসান,সালাম শেখ,শাহিনুর রহমান, শরিফুল হক রাহুল,নাসির আহম্মেদ,ফারুক আহম্মেদ প্রমূখ। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মুফতি রমজানবিন আঃ মালেক। এর আগে মরহুমের বাড়িতে তাকে শেষ বারের মতো দেখতে যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র , রুপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাংবাদিক চিত্তরঞ্জন সেন , রেজাউল ইসলাম তুরান ।