ঢাকা, বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত
নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল মাঠে প্রিন্টের আধিপত্য, হার ইলেক্ট্রনিক মিডিয়ার
মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক ৩
মোরেলগঞ্জে বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি সেনের বাজার জোনাল অফিসের ডিজিএম আবু বকর সিদ্দিককে বিদায় সংবর্ধনা
রাজাপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে অর্ধশত চোরাই মোবাইলসহ দুজন গ্রেফতার
নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীসহ পথচারীরা
তানোরে থাকা খাওয়া ফ্রি দরিদ্র-আদিবাসী নারীদের শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে মহিলা কলেজ
ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি
পটুয়াখালী সদর উপজেলার নতুন কৃষি অফিসারের সাথে অন্য স্টাফদের মতবিনিময় সভা
কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
শেরেবাংলা নগরে কোস্ট গার্ডের অগ্নীনির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অবিলম্বে প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ’র মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে: এ্যাব নেতৃবৃন্দ

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি :এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার (২৫ মে) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ্যাব চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশ থেকে অনতিবিলম্বে প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় এ্যাব চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, আমরা এখানে সমবেত হয়েছি এক গভীর উদ্বেগ ও ক্ষোভ নিয়ে। ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহর বিরুদ্ধে দায়ের করা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে। আওয়ামী লীগের দোসর এক নেতার মদদে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলা দায়ের করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ একজন নির্লোভ, নিরহংকার এবং জনদরদী রাজনীতিবিদ। তিনি গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার জনপ্রিয়তা এবং জনসম্পৃক্ততায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই মিথ্যা মামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।

আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই মিথ্যা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য, তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই ঘৃণ্য অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হবে না। এই ধরনের মামলা দিয়ে ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহকে দমিয়ে রাখা যাবে না। তিনি আরও শক্তিশালী হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন। তার কণ্ঠরোধ করার এই অপচেষ্টা ব্যর্থ হবেই।

নেতৃবৃন্দ অবিলম্বে ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে যারা এই মামলা দায়েরের পেছনে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ওসিউর রহমানের সভাপতিত্বে এবং এ্যাব চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুনতাসির মামুন মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার সাবেক চীফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইয়াকুব সিরাজউদ্দৌলা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইকবাল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শেখ রাসেল, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এস এম আজিজ উল্লাহ, খুলশি থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রমজান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এস এম রুম্মান আজফার লিমন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু, ইসমাইল হোসেন,প্রকৌশলী গিয়াস উদ্দিন, প্রকৌশলী আবুল বাশার, প্রকৌশলী শহীদুজ্জামান কিরণ, প্রকৌশলী গোলাম রহমান রনবি, প্রকৌশলী তাজুল ইসলাম, প্রকৌশলী নাভিদ, প্রকৌশলী ফাহাদ, ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন বাহাদুর, সাইফুল ইসলাম টিটু, উত্তর জেলা ছাত্রদলের সদস্য রাব্বি কাইয়ুম, ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল হাজারী, মো. রমজান প্রমুখ।

শেয়ার করুনঃ