
মিজানুর রহমান মিজান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা উপলক্ষে র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি, অঃ দাঃ) নুজহাত তাসনীম আওন এ ভূমি মেলার উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি, অঃ দাঃ) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, বিআরডিবি কর্মকর্তা লুৎফর রহমান, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম ডাবলু, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, ভূমি সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, নাজির কাম ক্যাশিয়ার আতিউর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, ভূমি মালিক, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এবারে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে।