
আলমগীর হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি” নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভূমি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় ভূমি অফিস প্রাঙ্গণ কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, প্রভাষক গাজী আজিজুর রহমান প্রমুখ।
এসময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ টি ভূমি সেবা স্টলে সাধারণ ভূমি মালিকদের সেবা প্রদান করা হবে।