ঢাকা, শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কাউখালীতে ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
দ্রুত রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন:-মাহবুবের রহমান শামীম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিভে গেল সংসারের আশার প্রদীপ নজরুল ইসলামের
জনসেবার মান উন্নয়নে জলঢাকা থানা পরিদর্শনে জেলা প্রশাসক নায়িরুজ্জামান
জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির
ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমনে ২ জনের মৃত্যু
৪ দফা দাবীতে পটুয়াখালীতে BCDS’র আয়োজনে মানববন্ধন
তানোরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্য জনক আগুন
ফরিদপুর প্রতিবন্ধী ও পূনর্বাসন নিবাসীর মাঝে জন্ম সদন বিতরণ
নির্বাচন হবে, সংস্কার ও বিচারের পরে : অধ্যাপক মজিবুর রহমান
সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয়, ব্যাখ্যা দিলো আইএসপিআর
হত্যাচেষ্টায় সাবেক হুইপ গিনি সহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেলেন – গাজী মাহবুবুর রহমান
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৫১৫
দিনাজপুরে ইলেকট্রনিক্স পন্যের শো-রুম উদ্বোধন করলো আরজে ইলেকট্রনিক্স

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতের পুশ-ইন, ১৩ শিশুসহ আটক ২১

পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে ১৩ শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২- মে) দিবাগত ভোর ৪টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। এর মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ১৩ জন শিশু রয়েছে।
পরে জয়ধরভাঙ্গা বিওপির টহল দল তাদের আটক করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। পুশইন হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবস্থান করে কাজ করে আসছিল। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। পরে কলকাতা থেকে বাসযোগে ২২ মে রাত ২টায় নিয়ে এসে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তী সময়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেইট দিয়ে বাংলাদেশে পুশ ইন করে ।আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, জয়ধর ভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। পরে আমাদের টহল দল সীমান্তে তাদের আনাগোনা দেখে আটক করে। ইতিমধ্যে আমাদের ব্যাটালিয়ন কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়েছে। আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি তারা কেন অবৈধ উপায়ে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠালো। বিজিবিকে জানিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো উচিত ছিল। এ বিষয়ে আমরা বিজিবি পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করব। তবে যারা শিশু রয়েছে তাদের বিরুদ্ধে নয়। সীমান্তে বিজিবি সর্বদা সচেতন আছে। যেকোনো পরিস্থিতির মোকাবেলায় বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সীমান্তে কড়া টহলদারি করছেন।

শেয়ার করুনঃ