
গত ২০ এপ্রিল ২০২৫ খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে ৫০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হরিণটানা থানা পুলিশ গতকাল ২১ মে ২০২৫ তারিখ অভিযান পরিচালনা করে আরো ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ১) খুলনা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মোল্লা (৫৪), পিতা-মৃত: জাকাত আলী মোল্লা, সাং-রাজবাঁধ, থানা-হরিণটানা, ২) খুলনা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য সচিব মিরাজ শেখ (৩৩), পিতা-মৃত: ইসমাইল শেখ, সাং-রাজবাঁধ, থানা-হরিণটানা এবং ৩) ফুলতলা উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান (৪২), পিতা-মৃত লুৎফর রহমান , সাং-বরনপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনা।
মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে।