
চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৭১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট সভায় এই বাজেট ঘোষণা করেন জীবননগর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন।
এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৭১১ টাকা। ব্যয়ও ধরা হয়েছে সমান। এর আগের অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছিল ৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ২৪৯ টাকা। এই অর্থবছরে উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে ৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। ব্যয়ও ধরা হয়েছে সমান টাকা। এর আগের বছর উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছিল ৩ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ৩৩২ টাকা। এবারের বাজেটে রাজস্ব হিসাবে থেকে সর্বোচ্চ ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে আদায়কৃত সম্পত্তি হস্তান্তর কর থেকে। আর হাট ইজারা থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৪১ হাজার ৭৯৫ টাকা।
এদিকে উন্নয়ন হিসাব প্রাপ্তি থেকে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ টাকা আয় ধরা হয়েছে রাজস্ব উদ্বৃত্ত থেকে।