
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য রাখ নির্মান সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও ঠিকদার সূত্রে জানায় স্কুলের বাউন্ডারী নির্মানের জন্য রাখা নির্মান সামগ্রী সোমবার রাতে চুরি হয়েছে বলে জানা গেছে। বাউন্ডারী ওয়াল নির্মান কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকদার মো. রাসেল মিয়া জানান, স্কুলের বাউন্ডারী ওয়াল নির্মান কাজের জন্য স্কুলের উত্তর পাশের ভবনের মধ্যে রড,পানির মটর মেশিনসহ
অন্যান্য নির্মান সামগ্রী রাখা হয়েছে সোমবার দিবাগত রাতে ভবনের সামনের ওয়াল ভেঙ্গে ৬ বান্ডিল রড পানির মটর মেশিন ও অন্যান্য মাল চুরি করে নিয়ে গেছে সংবদ্ধ চোরেরা । রাসেল মিয়া আরো জানান, সোমবার সকালে কাজে নিয়োজিত শ্রমিকরা স্কুলে গিয়ে দেখেন স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী নিয়ে গেছে। এ ঘটনা থানা পুলিশকে জানালে আমতলী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।