ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিলবিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য জাকির হোসেন বেপারী (৩৮), বরগুনা জেলার সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হাসান সোহাগ (৩৮), বরগুনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন (৪০), যাত্রাবাড়ী থানার আওয়ামী লীগ কর্মী শফিকুল ইসলাম শফিক (৩৬), সুবাড্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (৩০), বরগুনা জেলা আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন (৪৬), বংশাল থানা ছাত্রলীগের সদস্য মো. ফাইসাল হোসেন (২৯), কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. আবু হোসেন (৪৫), ঢাকা জেলার ছাত্রলীগ সমর্থক আর রহমান (১৮), কেরানীগঞ্জ থানার ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান (১৯), পল্টন থানার আওয়ামীলীগ কর্মী করিম (৪৫), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ ঢালী (৫৮), পল্টন থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল (৫৫), সবুজবাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (৩০), ৬২ নং ওয়ার্ড যুবলীগের সহকারী সেক্রেটারি রাসেল ওরফে পাংকু রাসেল ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংগঠক, ধানমন্ডি ৩২ হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার যুবলীগ নেতা পিন্টু মিত্র (৪২)।

সোমবার (১৯ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১ থেকে ১১ নং আসামিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি দল।

অন্যদিকে, একই দিনে ডিবি-মিরপুর বিভাগের একটি দল সন্ধ্যার দিকে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আ. লতিফ ঢালীকে গ্রেফতার করে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে সুব্রত পালকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। অন্যদিকে, রবিবার দিনগত রাত ২টার দিকে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. মেহেদী হাসানকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে রাসেল ওরফে পাংকু রাসেলকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল।

এছাড়াও রবিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মুগদা এলাকা থেকে পিন্টু মিত্রকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল।

গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ