
বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের বর্ধিত সভা ১৮ মে রবিবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নিউমার্কেটস্থ কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র সভাপতিত্বে ও এডমিন হোসাইন আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দেশে অবস্থানরত ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ক্লাবের দীর্ঘ ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভিআইপি, ডায়মন্ড সদস্য সৌদি আরব, কাতার ও দুবাই প্রবাসী , সোহেল সিকদার,আবু ইউসুফ মামুন, জসিম কুসুমপুরী, ইসমাইল ইমন,গাজীআবুল হাসান, মাহমুদুল হক,আলী আহমদ ও তারেক মাহমুদ।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি নব ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় ক্লাবের প্রাবাসী নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় চেয়ারম্যান শুভেচ্ছা জানাতে আগত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই সাথে আগামী দিনের প্রবাসীদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।