ঢাকা, রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক
বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী

আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম মিঠু মৃধা,ইউপি সদস্য শাহিদা বেগম ও স্থানীয় মো. ফারুক প্যাদার বিরুদ্ধে জালজালিয়াতীর অভিযোগে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪ মে রবিবার মামলা দায়ের করেছেন দক্ষিন আমতলী গ্রামের মৌজে আলী প্যাদার পুত্র মো. শাহিন প্যাদা। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে আমতলী থানাকে এজাহার গ্রহনের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়,বাদী শাহিন প্যাদার পিতা মোঃ মৌজে আলী প্যাদা (মজিবুর রহমান) লোকান্তরে ওয়ারিশ থাকে পাঁচ পুত্র ও চার কন্যা এবং দুই স্ত্রী। বাদী শাহিন প্যাদা ২০২১ সালে ও ২০২৩ এবং ২০২৪ সালে তার পিতা মোঃ মৌজে আলী প্যাদা (মজিবুর রহমান) লোকান্তরে তিনটি ওয়ারিশের আবেদন করেন, উক্ত ওয়ারিশ সার্টিফিকেট বাদীর নাম ওয়ারিশ হিসাবে অন্তর্ভুক্ত
আছে। যাহার রেজিষ্টার বহি অনুযায়ী ক্রমিক নং ৮১১৫/২০২১, তাং ২৭/০১/২০২১ ও ওয়ারিশ সনদ নং ৪৩৭/২৩ তাং ১৫/১১/২০২৩ইং ওয়ারিশ সনদ নং৩৭/২৪ তাং ২১/০৮/২০২৪ইং উক্ত ওয়ারিশ সার্টিফিকেট তিনটিতে তৎকালীন চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা এবং সচিব মোঃ জাকির হোসেন, ৬ নং আমতলী ইউনিয়ন পরিষদ স্বাক্ষর পূর্বক ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করেন। উক্ত ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে বাদী মোঃ শাহিন প্যাদা ওয়ারিশ হিসাবে পৈত্রিক সম্পত্তি হস্তান্তর করেন।যাহার আমতলী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল নং ৬৪৬৫/২৩ তাং ০৪/০৯/২০২৩ইং। অতঃপর বিগত ইং ২০/০১/২০২৫ তারিখ সকাল অনুমান ১১:০০ টারসময় বাদী শাহিন প্যাদা পৈত্রিক সম্পত্তির রেকর্ড সংশোধন (মিউটিশন) করার জন্য বরগুনা জেলাধীন আমতলী উপজেলার অন্তর্গত আমতলী পৌরসভার ২নং ওয়ার্ড আমতলী উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ের গিয়া অফিস কর্মকর্তার মোঃ জাহিদ (চেইনম্যান) এর মাধ্যমে জানতে পারেন যে, ৩নং আসামী মো. ফারুক প্যাদা
একটি ওয়ারিশ সার্টিফিকেট দাখিল করিয়াছেন। (বাদীর শাহিন প্যাদার জাতীয় পরিচয়পত্রে পিতার নাম মোঃ মৌজে আলী
প্যাদা লেখা থাকা সত্যেও এবং বাদী তার পিতার ঔরষজাত সন্তান হওয়া সত্যেও) বাদী শাহিন প্যাদার নাম বাদ দিয়া প্রকৃত ওয়ারিশ বাদ দিয়া অসাধু ভাবে জালজালিয়াতি কাগজ সৃষ্টি করিয়া খাটি কাগজ হিসাবে ব্যবহার করিবার অভিপ্রায় ঘটাইয়া গোপনে ৩নং আসামীর দখলে রাখিয়া তাহার ফটো কপি
আমতলী উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ের দাখিল পূর্বক পিতার সম্পত্তির রেকর্ড সংশোধন (মিউটিশন) এর আবেদন করিয়াছে। বাদী আমতলী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসারের অফিস থেকে উক্ত ওয়ারিশ সার্টিফিকেট এর ফটো সংগ্রহ করিয়া হাতে পাইয়া দেখে যে, উল্লেখিত ঘটনার তারিখ ও সময় উল্লেখিত ঘটনাস্থলে বসিয়া বাদীর পিতা
মৃত মোঃ মৌজে আলী প্যাদা (মজিবুর রহমান) এর ওয়ারিশ সার্টিফিকেট এ ১নং আসামী মোঃ জাহিদুল ইসলাম (মিঠু মৃধা), চেয়ারম্যান, ২নং আসামী মোসাঃ সাহিদা বেগম, (মহিলা সদস্য, ১,২,৩নং ওয়ার্ড) এবং মোঃ নিজাম উদ্দিন (ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা), ০৬নং আমতলী সদর ইউনিয়ন, আমতলী, বরগুনাগন স্বাক্ষর পূর্বক অসত্য তথ্য মিথ্যা জালজালিয়াতি
ওয়ারিশ সার্টিফিকেট ৩নং আসামীর নিকট সরবারহ করিয়াছেন। যাহার ওয়ারিশ সনদ নং ২১৩/২০৫, তাং ১২/০১/২০২৫ইং।
মামলার বাদী শাহিন প্যাদা জানান, আমি ক্ষতিগ্রন্থ হইয়াছি। প্রকাশ থাকে যে, আমি বিগত ইং ২১/০১/২০২৫ তারিখ আমার পিতার সঠিক ওয়ারিশ সার্টিফিকেট এর আবেদন করিলে ১নং আসামীর প্ররোচনায় ও নির্দেশে ২নং আসামী মোসাঃ সাহিদা বেগম, (মহিলা সদস্য, ১,২,ও৩নং ওয়ার্ড) আমার নিকট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করেন। যাহা আমার
মোবাইল রেকর্ডে সংরক্ষত আছে। বিগত ইং ১৩/০৪/২০২৫ তারিখ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ১.২নং আসামীদ্বয়কে লিগ্যাল নোটিশ করিলে আসামীদ্বয় লিগ্যাল নোটিশের কোন জবাব প্রদান করেন নাই। এ ব্যাপারে জানার জন্য ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধার সাথে একাধিকবার চেষ্টা করে ও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার বাদী মো. শাহিন প্যাদা বলেন আমি এই জালজালিয়াতীর বিচার চাই। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, মহামান্য
কোর্টের নির্দেশে মামলাটি এজাহার হিসাবে গন্য করা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ