
কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
ভারতের মুর্শিদাবাদের হাজার দুয়ারীর আদলে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে গ্রামকে শহরে পরিনত করতে বাংলার ইতিহাসের ঐতিহাসিক স্থাপনা ভারতের মুর্শিদাবাদের হাজার দুয়ারী মঞ্জিলের আদলে জেলার সবচেয়ে বৃহত্তম আবাসিক ও বাণিজ্যিকসহ বহুমাত্রিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর বাজারে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে হাজার দুয়ারী ভবন স্থাপনার উদ্বোধন করা হয়। ভবনটি উদ্বোধন করেন হেলথ কেয়ার ফার্মিসিটিউক্যালের চেয়ারম্যান ও আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দানবীর ড. আলাউদ্দিন আহমেদ।
হাজার দুয়ারী প্রকল্পের প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, হাজার দুয়ারী প্রকল্পটি বাংলার ইতিহাসের ঐতিহাসিক স্থাপনা ভারতের মুর্শিদাবাদের হাজার দুয়ারী মঞ্জিলের থিম নিয়ে নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটির ডিজাইন করেছে প্রিন্সিপ্যাল আর্কিটেক। ভবনটি ৯তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন হবে, যার দৈর্ঘ্য সাড়ে ৬শত ফিট ও প্রস্থ ৬৫ ফিট। যেটা কুষ্টিয়া জেলায় সবচেয়ে বড় বাণিজ্যিক ও আবাসিক ভবন হবে এটি। ভবনে তিনতলা পর্যন্ত বাণিজ্যিক ৪ শতাধিক দোকান নির্মাণ এবং চারতলা থেকে নবম তলা পর্যন্ত আবাসিক ১২০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। যা স্বল্প মূল্যে সাধারণ মানুষের মাঝে বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান। এছাড়াও ছাদে হ্যালিপ্যাড এবং বেসমেন্টে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
হাজার দুয়ারী ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে ড. আলাউদ্দিন আহমেদ বলেন, মহান আল্লাহ পাক আমাকে দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। গ্রামকে শহরে রূপান্তরিত করে শহরের ওপর চাপ ও জনদূর্ভোগ কমাতে জেলা শহর ও রাজধানী ঢাকার সকল সুবিধা হাজার দুয়ারী ভবনে থাকবে। এই ভবনের দোকান ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ীদের মাঝে স্বল্প মূল্যে বরাদ্দ দেওয়া হবে এবং ফ্ল্যাটগুলোও অল্প মূল্যে স্বল্প আয়ের মানুষদেরকে বরাদ্দ দেওয়া হবে। যাতে করে স্বল্প আয়ের মানুষও ফ্ল্যাট বা একটা আবাসস্থল পায়।উদ্বোধনী অনুষ্ঠানে হাজার দুয়ারী প্রকল্পের প্রকৌশলী তারিকুল ইসলাম, গাজী মইনুল তারেক, প্রকল্পের ঠিকাদার মুরাদ হোসেন, সাংবাদিক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে হাজার দুয়ারী প্রকল্প ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। এ দোয়া পরিচালনা করেন বাহারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা আতিয়ার রহমান।