
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ধর্ম যার যার উৎসব সবার।জীবের দুঃখ মোচন ও জগতের মঙ্গলার্থে পাঁচবিবি পৌরসভার পূর্ব বালিঘাটা সার্বজনীন দুর্গা মন্দিরে ৮ষ্ট প্রহরবাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন উৎসব শুরু হয়েছে।শুক্রবার রাত ১০টায় হরিবাসর কমিটির আয়োজনে মন্দির অঙ্গনে উপস্থিত হয়ে হরিবাসর কমিটির সভাপতি কাজল কুমার রায়ের হাতে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করলেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল। তিনি বলেন,বিএনপিকে কখনো শত্রু ভাববেন না। ফ্যাসিস্ট আওয়ামীলীগ কি সাহায্য করেছে আপনাদের? তার থেকেও আমরা তিনগুণ করবো।আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল ১৬-১৭ টি বছর। আপনাদের কাছে আসতে দেয়নি ফাসিস্ট আওয়ামীলীগ। এখন সময় এসেছে। ফ্যাসিস্ট পালিয়েছে। বিএনপি সব সময় বন্ধু হয়ে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক নওশাদ আলী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন প্রমুখ। এ লীলা কীর্তন উৎসবে ভক্তদের পদভারে মুখরিত হয়ে ওঠে হরিবাসর অঙ্গন।