ঢাকা, শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর
চট্টগ্রামের রেডিসনে চলছে জমজমাট ঈদুল আজহা ফেস্ট
দূর্নীতির আঁকড়া নড়াইল জেলা পরিষদ: আট মাসে দূর্নীতি মুক্ত করলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান
বিরামপুরে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুড়িয়ে দিলেন ভ্রম্যমান আদালত
ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা আমিনুল হক মারা গেছেন
মোংলায় এক নারীকে দফায় দফায় ধর্ষণ, ধর্ষক যুবক আটক
তানোরে বিল কুমারী বিলে ৪শ’ টি গাভী গরুর বিশাল পাল : মাঠ থেকেই বিক্রি করা হয় দুধ
উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির ৪ জনের সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ
শরীয়তপুর -২ আসনে বিএনপিতে মনোনয়ন দৌড়ে দুই নেতা, বিকল্পধারা ও জামাতের ১ জন করে
সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৬৬২
বনানীতে সীসা লাউঞ্জে ডিএনসির অভিযান,আটক ২
রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৬ জন

বাউনিয়াবাঁধ প্লট মালিক উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হলেন মো.আনোয়ার হোসেন

রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সমাজসেবায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মো.আনোয়ার হোসেনকে বাউনিয়াবাঁধ প্লট মালিক উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নতুন দায়িত্ব পাবার পর মো. আনোয়ার হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, সকলের প্রিয় নেতা, মানবতার ফেরিওয়ালা খ্যাত জননেতা আমিনুল হকের প্রতি।

তিনি বলেন, আমিনুল হক ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবতার বাতিঘর। তাঁর দিকনির্দেশনা ও ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি ঢাকা-১৬ আসনের সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন। মো. আনোয়ার হোসেন আরও বলেন, “আমিনুল হক ভাইয়ের মতো নেতৃত্বের পাশে থেকে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তাঁর নেতৃত্বে দল ও সমাজের কল্যাণে কাজ চালিয়ে যেতে আমি বদ্ধপরিকর। মো. আনোয়ার হোসেনের রাজনীতির যাত্রা শুরু হয় ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদল থেকে। ছাত্র রাজনীতির মাধ্যমেই তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন এবং পরবর্তীতে পল্লবী থানা ছাত্রদলের নেতৃত্ব গ্রহণ করেন। রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক প্রজ্ঞার মাধ্যমে তিনি ক্রমেই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং পরে পল্লবী থানার সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। দলের দুঃসময়ে, বিশেষ করে ২০১৫ ও ২০২০ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর প্রতি আস্থা রেখে মোঃ আনোয়ার হোসেনকে ৫ নম্বর ওয়ার্ডে দলের মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত করেন। তার রাজনৈতিক সততা, দলীয় প্রতি আনুগত্য ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক জনপ্রিয়।

রাজনীতির পাশাপাশি মো. আনোয়ার হোসেন একজন প্রাক্তন শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী জাহানারা হোসেনও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বর্তমানে ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করছেন। এই দম্পতি দুইজনই এলাকার জনসাধারণের সেবায় নিবেদিত, যা তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। বাউনিয়াবাঁধ প্লট মালিক উন্নয়ন কমিটির সদস্যরা বিশ্বাস করেন, মো. আনোয়ার হোসেনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গি সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে প্রত্যাশা করছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ