
গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটের বিকল্প নেই। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য জোর আহব্বান জানানো হয়। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত নির্বাচন না দিলে জনগণ এখন শুধু বোতল নিক্ষেপ করছে, কিছুদিন পর আরো খারাপ কিছু হতে পারে। এমন হুশিয়ারী করে বক্তব্য দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. শাহ্ ওয়ারেস আলী মামুন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারে নামে তালবাহানা করছে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচন চায় না, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নির্বাচন চায়। পরে তিনি নান্দাইলের বিএনপি’র আহবায়ক ইয়াসের খান চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগীর সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নান্দাইলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন যৌথ সঞ্চালনায় নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ কামাল, যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রতন আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, যুগ্ম আহবায়ক উসমান গুনি ভূইয়া গেনু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমূল হাসান, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুল্লাহ ভূইয়া, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলী প্রমুখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য কাজী আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক উসমান গুনি ভূইয়া গেনু, নান্দাইল পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, যুগ্ন আহবায়ক এম. আলমগীর সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাজমূল হাসান, পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক বাদল সরকার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক অনিক আহমেদ বাবুল, সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার, সদস্য সচিব শুভ, সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং সেচ্ছা সেবকদল, ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে পরিচয় কার্ড পরিয়ে দেওয়ার পর প্রয়াত নেতৃবৃন্দের জন্য শোক প্রস্তাব করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।