ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নৌপথে অভিযান:যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার
ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ১০
পঞ্চগড়ে সেনাবাহিনীকে নিয়ে বিআরটিএ’র অভিযানে জরিমানা আদায়
নওগাঁয় ৭৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি
নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনায় সুজনের গোলটেবিল বৈঠক
ভূরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে হামলা
মোরেলগঞ্জ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র মাহফুজুরের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭১৪
৩ রিকশাচালককে টাকা দিয়ে ডিএনসিসি প্রশাসক বললেন, এরপর আর নয়
আ.লীগের অঙ্গসংগঠনের গ্রেফতার আরও ৬
মোরেলগঞ্জে ওয়াশ সেবার টেকসই উন্নয়নে ডরপ-এর পরিকল্পনা সভা
মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত, ধৈর্য ধরার পরামর্শ
আত্রাইয়ে ঝুঁকিপুর্ণ কালভার্টে দূর্ভোগ পোহাচ্ছে ৪ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ

ভূরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে হামলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রাম পাগলারহাট বাজার সংলগ্ন এক নারীর বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া এবং বাড়িতে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী খুকুমনি বেগম (৪৫) জানান, তার স্বামী মোঃ ওমর আলীকে নিয়ে তিনি প্রায় ৩০-৩৫ বছর ধরে নিজ নামে ক্রয়কৃত ৬৭ শতক জমির একটি অংশে বসবাস করে আসছেন। জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া চলাচলের একমাত্র রাস্তাটিও তারা বন্ধ করে দিয়েছে।

লিখিত অভিযোগে খুকুমনি বেগম জানান, অভিযুক্তরা একাধিকবার দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র — লাঠি, রড, দা, কুড়াল ও শাবলসহ এসে জমিতে ভয়ভীতি দেখিয়েছে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে। ৫ মে গভীর রাতে তারা চলাচলের রাস্তায় গর্ত খুঁড়ে খুঁটি পুঁতে বেড়া দেয়। বাধা দিলে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

সর্বশেষ ১০ মে রাতেও অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে গেট ভাঙার চেষ্টা করে এবং আশপাশে ঘোরাঘুরি করে আতঙ্ক সৃষ্টি করে। নারী ও শিশুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভূরুঙ্গামারী থানায় দায়ের করা অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন:১. মোঃ হাফিজুর রহমান ওরফে নাটু (৩০), পিতা- মোক্তার আলি
২. মোঃ আঃ হাকিম (৮০), পিতা-মৃত নৈমুদ্দিন
৩. মোঃ শাহ আলী (৪৫), পিতা-মোঃ শমু মিয়া
৪. মোঃ মফিজ উদ্দিন (৪০), পিতা-মোঃ আহাম্মদ আলী
৫. মোঃ হান্নান মিয়া (৩০), পিতা-মোঃ খোরশেদ আলী
৬. মোছাঃ জেসমিন বেগম (২৬), স্বামী-মোঃ হাফিজুর রহমান ওরফে নাটু৷ এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ বলেন,”অভিযুক্ত হাফিজুর একাধিকবার চলাচলের রাস্তা বন্ধ করেছে। আমি নিজেও ২ ফুট জায়গা ছেড়ে দিয়েছিলাম, সেটিও দখল করে বেড়া দিয়েছে। জমির কাগজপত্র দেখে আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো কথাই মানছে না।”
ঘটনা স্থলে গিয়ে কথা হলে হাফিজুর রহমান ওরফে নাটু বলেন,
“এই জায়গা আমার। আমি আমার জমিতে বেড়া দিয়েছি। কেউ কিছু বললে আমি শুনবো না, বেড়া খুলবো না।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান,
“অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খুকুমনি বেগম বলেন,
“আমরা এখন ঘর থেকে বের হতে পারি না। ছেলে কাজে যেতে পারে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?”
তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুনঃ